১৩ হাজার স্পর্শকাতর বুথে আধা-সেনা চায় রাজ্য নির্বাচন দপ্তর
আজ মঙ্গলবার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন জুত্সি৷ তার আগে রাজনৈতিক দলগুলি তাঁর সঙ্গে দেখা করবেন৷ কংগ্রেস নেতা মানস ভুঁইয়া জানিয়েছেন, উপ নির্বাচন কমিশনারের কাছে তালিকা ধরে জানতে চাওয়া হবে, পঞ্চায়েত এবং বিগত কয়েকটি নির্বাচনে যে সমস্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এদিকে তৃণমূল নেতা সৌগত রায় আদর্শ আচরণবিধি ভেঙেছেন বলে অভিযোগ তুলে বামফ্রন্টের তরফে জুত্সির কাছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে৷ সৌগতবাবুর বক্তব্যের ভিডিয়ো সিডি জুত্সির কাছে জমা দেবেন বাম নেতারা৷
এই সময়: রাজ্যের সমস্ত স্পর্শকাতর বুথেই কেন্দ্রীয় আধা-সেনা মোতায়েন করতে চায় রাজ্য নির্বাচন দপ্তর৷ এর মধ্যে জঙ্গলমহলের সমস্ত বুথ তো বটেই, রয়েছে পাহাড়ের বুথগুলিও৷ আজ মঙ্গলবার উপনির্বাচন কমিশনার বিনোদ জুত্সির সঙ্গে বৈঠকে ওই সব বুথে আধা-সেনা মোতায়েনের দাবি করবে রাজ্য নির্বাচন দপ্তর৷ কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, লোকসভা ভোট যেহেতু সারা দেশে হবে, তাই রাজ্যের সমস্ত স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় আধা-সেনা মোতায়েন করা সম্ভব হবে না৷ তবে অতি স্পর্শকাতর বুথগুলিতে আধা সেনা থাকবে৷ কিন্তু, কমিশনের এই বক্তব্য সত্ত্বেও জঙ্গলমহল এবং দার্জিলিং-এ ভোটের দিন কোনও রকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য নির্বাচন দপ্তর৷ দপ্তরের এক কর্তার কথায়, 'এ বার ৭৭২৪১টি বুথের মধ্যে আমাদের হিসেবে এখনও পর্যন্ত স্পর্শকাতর বুথের সংখ্যা ১৩ হাজারের মতো৷ এর মধ্যে জঙ্গলমহলের প্রায় তিন হাজার বুথের সবগুলিই স্পর্শকাতর৷ ভোটের দিন কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা জঙ্গলমহল এবং পাহাড়ের সমস্ত বুথে আধা সেনা মোতায়েনের জন্য কমিশনকে ফের অনুরোধ করব৷'
তবে কমিশন এই দাবি কতটা মানবে, তা নিয়ে সংশয় রয়েছে রাজ্য নির্বাচন দপ্তরের অন্দরমহলেই৷ ২০১১-র বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ৬৭০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হলেও এ বার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বড়জোড় ২৫০ কোম্পানি বাহিনী পাঠানো হতে পারে বলে কমিশন ইঙ্গিত দিয়েছে৷ ২০০৯-এর লোকসভা ভোটে ২২০ কোম্পানি আধা সেনা এ রাজ্যে মোতায়েন করা হয়েছিল৷ সেই কারণে যে সমস্ত স্পর্শকাতর বুথে আধা সেনা মোতায়েন করা যাবে না, সেগুলির সর্বক্ষণের নজরদারির ক্ষেত্রে মাইক্রোঅবজার্ভার এবং ক্যামেরা মোতায়েন করা হবে৷ দেড় হাজারের মতো স্পর্শকাতর বুথ থেকে ওয়েবকাস্টিং করার ব্যবস্থা থাকবে৷
তবে কমিশন এই দাবি কতটা মানবে, তা নিয়ে সংশয় রয়েছে রাজ্য নির্বাচন দপ্তরের অন্দরমহলেই৷ ২০১১-র বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ৬৭০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হলেও এ বার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বড়জোড় ২৫০ কোম্পানি বাহিনী পাঠানো হতে পারে বলে কমিশন ইঙ্গিত দিয়েছে৷ ২০০৯-এর লোকসভা ভোটে ২২০ কোম্পানি আধা সেনা এ রাজ্যে মোতায়েন করা হয়েছিল৷ সেই কারণে যে সমস্ত স্পর্শকাতর বুথে আধা সেনা মোতায়েন করা যাবে না, সেগুলির সর্বক্ষণের নজরদারির ক্ষেত্রে মাইক্রোঅবজার্ভার এবং ক্যামেরা মোতায়েন করা হবে৷ দেড় হাজারের মতো স্পর্শকাতর বুথ থেকে ওয়েবকাস্টিং করার ব্যবস্থা থাকবে৷
আজ মঙ্গলবার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন জুত্সি৷ তার আগে রাজনৈতিক দলগুলি তাঁর সঙ্গে দেখা করবেন৷ কংগ্রেস নেতা মানস ভুঁইয়া জানিয়েছেন, উপ নির্বাচন কমিশনারের কাছে তালিকা ধরে জানতে চাওয়া হবে, পঞ্চায়েত এবং বিগত কয়েকটি নির্বাচনে যে সমস্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এদিকে তৃণমূল নেতা সৌগত রায় আদর্শ আচরণবিধি ভেঙেছেন বলে অভিযোগ তুলে বামফ্রন্টের তরফে জুত্সির কাছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে৷ সৌগতবাবুর বক্তব্যের ভিডিয়ো সিডি জুত্সির কাছে জমা দেবেন বাম নেতারা৷
http://eisamay.indiatimes.com/city/kolkata/state-election-commision-wants-para-military-forces-in-13-thousand-delicated-booths/articleshow/32613973.cms?
No comments:
Post a Comment