বৃষ্টির হঠাত্ হানায় লন্ডভন্ড শহর, বিপাকে রাহুল
এই সময় ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি হল মঙ্গলবার। বৃষ্টি হয় কলকাতা জুড়েও। দক্ষিণবঙ্গে মরসুমে প্রথমবার কালবৈশাখী হাজির হওয়ার কথা ছিল সোমবারই। কিন্তু দুই ঘূর্ণাবর্তের ঠেলায় শূন্য হাতেই রয়েছিল কলকাতা। এদিনের ঝড়কে অবশ্য কালবৈশাখী বলতে নারাজ আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতার শহিদ মিনারে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর সভা হওয়া কথা রয়েছে। কিন্তু বৃষ্টির এবং প্রবল ঝড়োহাওয়ার জেরে সভা ভেস্তে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছিল। প্রথমে খারাপ আবহাওয়ার জেরে তাঁর কপ্টার সফর বাতিল করা হলেও, পরে ঠিক হয় হেলিকপ্টারেই রেসকোর্সে আসবেন রাহুল গান্ধী। রেস কোর্স থেকে সড়ক পথে শহিদ মিনারে যাবেন রাহুল গান্ধী।
এদিনের ঝড়বৃষ্টির জেরে বিদ্যুতহীন দক্ষিণ কলকাতার বিস্তর্ণ অঞ্চল। কালীঘাটে একটি ট্রান্সফরমার বন্ধ হয়ে যায়। বিবাদী বাগেও বন্ধ সাব স্টেশন। ফলে সমস্যায় শহরবাসী। এদিন বেশ কয়েকটি জায়গায় গাছ পড়ার ঘটনাও ঘটেছে। বিভিন্ন জায়গায় জলও জমেছে।
এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, এই বৃষ্টির পর আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। বিভিন্ন জেলায় অস্বাভাবিক হারে বাড়বে তাপমাত্রা।
এদিনের ঝড়বৃষ্টির জেরে বিদ্যুতহীন দক্ষিণ কলকাতার বিস্তর্ণ অঞ্চল। কালীঘাটে একটি ট্রান্সফরমার বন্ধ হয়ে যায়। বিবাদী বাগেও বন্ধ সাব স্টেশন। ফলে সমস্যায় শহরবাসী। এদিন বেশ কয়েকটি জায়গায় গাছ পড়ার ঘটনাও ঘটেছে। বিভিন্ন জায়গায় জলও জমেছে।
এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, এই বৃষ্টির পর আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। বিভিন্ন জেলায় অস্বাভাবিক হারে বাড়বে তাপমাত্রা।
http://eisamay.indiatimes.com/city/kolkata/rain-in-south-bengal-and-kolkata/articleshow/32667901.cms
No comments:
Post a Comment