Saturday, August 2, 2014

বন্ধুরা শেয়ার করে ঘটনাটি সবাইকে জানিয়ে দিন, তাতে যদি মহিলাটির সন্তানের একটু হুঁশ হয়। হতেওতো পারে ঘটনাটি সবাই জানাজানি হওয়ার পর তার সন্তানের হুঁশ ফিরে তার মা কে তার কাছে নিয়ে যায়।



নূরজাহান বেগম যার বয়স ৭০ এর কাছাকাছি।
ছেলেরা কেউ ভাত দেয় না। তিনি সদরঘাট
ফুটপাতে ভাত বিক্রি করেন। যেসব টোকাই
রেস্তোরাঁয় ঢুকে ৩০ বা ৪০
টাকা দিয়ে খেতে পারে না, তারাই
ছুটে আসে নূরজাহানের কাছে। সরেজমিন
ঘুরে দেখা যায়, ৫ টাকার ভাত খেলে একটু গরুর
ভুঁড়ি বা মুরগির চামড়া, পা বা পাখনার টুকরোসহ কিছু
ঝোল আর একটু সবজি দিয়েই খাওয়া যায়। আর ১০
টাকা হলে এক টুকরো গোশতের সঙ্গে পেট
ভরে খেতে পারে সবাই।
ওনার যেই ছেলে টা আছে, উনি GPO তে জব করেন,
আর তার ছেলের মেয়েরা English Medium এ
লেখাপড়া করে। কষ্টে না, ক্ষোপে কোথায় আমাদের
মানবতা?? ধিক্কার ওইসব কুলাঙ্গার সন্তানদের।
যাদের মতো সন্তান থাকা স্বর্তেও বৃদ্ধ বয়সেও
মা বাবা কে কষ্ট করে নিজের জীবিকা নির্বাহ
করতে হয়।
বন্ধুরা শেয়ার করে ঘটনাটি সবাইকে জানিয়ে দিন,
তাতে যদি মহিলাটির সন্তানের একটু হুঁশ হয়।
হতেওতো পারে ঘটনাটি সবাই জানাজানি হওয়ার পর
তার সন্তানের হুঁশ ফিরে তার মা কে তার
কাছে নিয়ে যায়।

>সংগৃহীত<

No comments:

Post a Comment