Saturday, August 2, 2014

নৌকায় ঘুরে ঘুরে দেখা এ বন যেন অনেকটা আমাজনের মতো। ভেতরের দিকে জঙ্গলের গভীরতা এত বেশি যে, সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না। সিলেট শহর থেকে এ বনের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার।


সারা পৃথিবীতে ফ্রেশওয়াটার সোয়াম্প ফরেস্ট বা স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি। ভারতীয় উপমহাদেশ আছে এর দুইটি।একটা শ্রীলংকায় আর আরেকটা আমাদের সিলেটের গোয়াইনঘাটে। স্থানীয় মানুষজনের কাছে এইটা “সুন্দরবন” নামেই বেশি পরিচিত। বিশাল জলাভূমির মধ্যে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের একটি জঙ্গল। ডালে ডালে ঘুরে বেড়ায় নানা প্রজাতির পাখি আর কিছু বন্য প্রাণী। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জলের এ বনের নাম রাতারগুল। নৌকায় ঘুরে ঘুরে দেখা এ বন যেন অনেকটা আমাজনের মতো। ভেতরের দিকে জঙ্গলের গভীরতা এত বেশি যে, সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না। সিলেট শহর থেকে এ বনের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার।

No comments:

Post a Comment