রাশিয়াকে সেনা সরিয়ে নিতে বললেন নেটো প্রধান
>> রয়টার্স
Published: 2014-08-08 16:07:24.0 BdST Updated: 2014-08-08 16:07:24.0 BdST
ইউক্রেইনের সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন নেটো মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন।
বৃহস্পতিবার ইউক্রেইন সফরের সময় তিনি এ আহ্বান জানান।
এ সময় রাশিয়াকে হুঁশিয়ার করে তিনি বলেন, ইউক্রেইনে ফের হস্তক্ষেপ করলে বিশ্বে রাশিয়া আরো একা হয়ে পড়বে।
রাশিয়াকে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “প্রান্ত থেকে পিছে হটুন।”
এর আগে, ইউক্রেইন সীমান্তের কাছে ২০ হাজার সেনার সমাবেশ ঘটিয়ে রাশিয়া সম্ভবত দেশটি দখল করতে চাচ্ছে বলে সতর্ক করেছিল নেটো। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেইনের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাসমুসেন দেশটি সফরে গিয়েছেন।
এর আগে রাশিয়া জানিয়েছিল, চলতি সপ্তাহে ইউক্রেইন সীমান্তের কাছে বিমান বাহিনীর মহড়া চালাবে তারা।
এ মহড়ার দিকে ইঙ্গিত করে রাসমুসেন বলেন, “আমি রাশিয়াকে আহ্বান জানিয়ে বলতে চাই প্রান্ত থেকে পিছে হটুন, সীমান্ত থেকে পিছে হটুন আর শান্তি রক্ষার ভান করে যুদ্ধ লাগাবেন না।”
ইউক্রেইনের বিদ্রোহীদের রাশিয়ার দেয়া সাহায্যের “পরিমাণ ও উন্নত রসদ” বৃদ্ধি পাচ্ছে বলে এ সময় অভিযোগ করেন তিনি।
এ সময় রাশিয়াকে হুঁশিয়ার করে তিনি বলেন, ইউক্রেইনে ফের হস্তক্ষেপ করলে বিশ্বে রাশিয়া আরো একা হয়ে পড়বে।
রাশিয়াকে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “প্রান্ত থেকে পিছে হটুন।”
এর আগে, ইউক্রেইন সীমান্তের কাছে ২০ হাজার সেনার সমাবেশ ঘটিয়ে রাশিয়া সম্ভবত দেশটি দখল করতে চাচ্ছে বলে সতর্ক করেছিল নেটো। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেইনের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাসমুসেন দেশটি সফরে গিয়েছেন।
এর আগে রাশিয়া জানিয়েছিল, চলতি সপ্তাহে ইউক্রেইন সীমান্তের কাছে বিমান বাহিনীর মহড়া চালাবে তারা।
এ মহড়ার দিকে ইঙ্গিত করে রাসমুসেন বলেন, “আমি রাশিয়াকে আহ্বান জানিয়ে বলতে চাই প্রান্ত থেকে পিছে হটুন, সীমান্ত থেকে পিছে হটুন আর শান্তি রক্ষার ভান করে যুদ্ধ লাগাবেন না।”
ইউক্রেইনের বিদ্রোহীদের রাশিয়ার দেয়া সাহায্যের “পরিমাণ ও উন্নত রসদ” বৃদ্ধি পাচ্ছে বলে এ সময় অভিযোগ করেন তিনি।


No comments:
Post a Comment