বৃষ্টিতে বেহাল ঢাকা-চট্টগ্রাম সড়ক, যান চলাচল ব্যাহত
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-15 21:47:57.0 BdST Updated: 2014-08-15 21:47:57.0 BdST
টানা বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশে পানি জমে এবং গর্ত সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণ ও শুক্রবার দিনভর বৃষ্টির পর এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে টানা বৃষ্টি, জোয়ার ও পাহাড়ি ঢলে এ দুই উপজেলার গ্রামের সড়কগুলোও তলিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৪৭ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের অপারেটর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমী বায়ু প্রবল থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আরও কয়েকদিন এ অবস্থা চলতে পারে।
হাইওয়ে পুলিশের সদস্যরা জানান, মহাসড়কের সীতাকুণ্ড অংশের মাদামবিবির হাট, ভাটিয়ারী, বানুর বাজার, জোড় আমতল, দক্ষিণ বাইপাস, বড় দারোগা হাট, ছোট দারোগা হাট এবং মিরসরাই অংশের বড় তাকিয়া, নিজামপুর, পৌর সদর, মিঠাছড়া বাজার এলাকায় সড়কে পানি জমেছে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়ক চার লেনে সম্প্রসারণের কাজ চলছে। সড়কের নতুন ও পুরনো অংশের মাঝামাঝি স্থানে অনেক জায়গাতেই এখনো বিভাজক তৈরির কাজ হচ্ছে।
“এসব অংশে বৃষ্টির পানি জমে গেছে। কয়েকটি এলাকায় সড়কেও পানি জমে আছে। এতে যানবাহনের গতি কমাতে হচ্ছে। ফলে যানজট হচ্ছে।”
সার্জেন্ট জাকির বলেন, প্রবল বর্ষণে সড়কের কয়েকটি অংশে ছোট আকারের গর্তও সৃষ্টি হয়েছে। কিছু এলাকায় বিটুমিন উঠে গেছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও এসে সেগুলো দেখে গেছেন।
“তারা বলেছেন বৃষ্টি থামলে দুয়েক দিনের মধ্যে রাস্তা মেরামত করে দেয়া হবে।”
এদিকে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল ও জোয়ারের পানি যোগ হওয়ায় সীতাকুণ্ড উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রামের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, সৈয়দপুর ও মুরাদপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ সড়ক, বাঁশবাড়িয়ার নঢালিয়া, কুমিরার জমাদার পাড়া, জঙ্গল সলিমপুর ও জঙ্গল লতিপুরের সড়ক পানিতে ডুবে আছে।
পাশাপাশি এসব গ্রামের ফসলি জমিতেও পানি জমেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
No comments:
Post a Comment