ইসলামাবাদে জাতীয় শোক দিবস পালিত
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-15 22:20:27.0 BdST Updated: 2014-08-15 22:20:27.0 BdST
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেন হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে হাই কমিশনে আলোচনা সভারও আয়োজন করা হয়, যার শুরুতে বিশেষ এই দিনটি নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তারা।
আলোচনা সভার পর শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে হাই কমিশনের সব কর্মকর্তা- কর্মচারী এবং ইসলামাবাদে অবস্থানরত বাংলাদেশিরা অংশ নেন।
এছাড়া শোক দিবসে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। হাই কমিশনে জাতীয় শোক দিবসের পোস্টার লাগানো হয়।
No comments:
Post a Comment