তরুণীদের আটকে ব্যবসা: দম্পতি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-14 18:18:49.0 BdST Updated: 2014-08-14 18:18:49.0 BdST
তরুণীদের আটকে দেহব্যবসায় বাধ্য করানোর অভিযোগে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বি ব্লকের ৪৮৬ নম্বর বাসা থেকে চার তরুণীকে উদ্ধারও করা হয় বলে চাঁন্দগাও থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রেপ্তার বদিউল আলম (৪০) ও ও তার স্ত্রী মুন্নি বেগম (২৫) দীর্ঘদিন ধরে বাসাটিতে এই কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ জানায়।
উদ্ধার তরুণীদের একজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চান্দগাঁও থানার এসআই দীপক দেওয়ান জানান, সকালে ১৮ থেকে ১৯ বছয় বয়সী এক তরুণীকে জোর করে দেহ ব্যবসা করানোর জন্য মারধর করেন বদিউল ও তার স্ত্রী।
“এসময় ভবন থেকে মেয়েটি পালানোর চেষ্টা করেও বের হতে না পারায় এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।”
এক দালালের মাধ্যমে কিছুদিন আগে বদিউলের বাড়িতে এসেছিল বলে ওই তরুণী পুলিশকে জানিয়েছেন।
তবে মেয়েটি অসুস্থ থাকায় তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা যায়নি বলে জানান ওসি রউফ।
তিনি বলেন, “উদ্ধার হওয়া তিন তরুণী জানিয়েছে, বিভিন্ন দালালের মাধ্যমে তারা বদিউলের বাসায় আসে। দেহ ব্যবসার জন্য বদিউলের কাছ থেকে মাসিক বেতন নেয়।”
বদিউল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি রউফ।
No comments:
Post a Comment