ভিডিও: যেভাবে ডুবে যায় পিনাক-৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-04 16:22:59.0 BdST Updated: 2014-08-04 17:00:42.0 BdST
যেভাবে ডুবে যায় পিনাক-৬
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে লঞ্চডুবির সময় মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।
দুই শতাধিক যাত্রী নিয়ে সোমবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার সময় নদীর লৌহজং টার্নিং পয়েন্টে তীব্র স্রোতের মধ্যে পিনাক-৬ নামে লঞ্চটি ডুবে যায়।
এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ফেরি থেকে মোবাইল ফোনে একজন এই ভিডিওটি ধারণ করেন। পরে সেটি গণমাধ্যমকর্মীদের হাতে আসে।

অতিরিক্ত লোক নেয়ায় উত্তাল নদীতে লঞ্চটি ডুবে যায় বলে উদ্ধার পওয়া আরেক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।

No comments:
Post a Comment