Saturday, August 9, 2014

মানবিক সংকটের নামে ইউক্রেনে হামলা মেনে নেয়া হবে না রাশিয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি :সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার আহবান ন্যাটো

মানবিক সংকটের নামে ইউক্রেনে হামলা মেনে নেয়া হবে না

রাশিয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি :সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার আহবান ন্যাটো মহাসচিবের

আল জাজিরা, রয়টার্স
যুক্তরাষ্ট্র পূর্ব ইউক্রেইনে মানবিক সংকটের অজুহাতে সেখানে হস্তক্ষেপ করার ব্যাপারে রাশিয়াকে হুঁশিয়ার করেছে। যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়ার এধরনের পদক্ষেপ কোনোভাবেই বরদাশত করা হবে না। পূর্ব ইউক্রে্্ইনে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি নিরাপত্তা জোন তৈরির রাশিয়ার প্রস্তাবের পরপরই যুক্তরাষ্ট্র এই হুঁশিয়ারি দিল। এদিকে ইউক্রেইনের সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন নেটো মহাসচিব অ্যান্ডার্স ফগ। 

ইউক্রেইনের সেনাবাহিনী দোনেস্ক পুনর্দখলের জন্য আক্রমণ তীব্রতর করায় হাজার হাজার বেসামরিক লোকজন ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছে। যুক্তরাষ্ট্রের দূত সামানতা পাওয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, আন্তর্জাতিক সাহায্যকর্মীরা ইতিমধ্যে ইউক্রেইনে কাজ করছে। এককভাবে রাশিয়ার সেখানে কাজ করতে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটিকে আগ্রাসন হিসেবেই বিবেচনা করা হবে। সামানতা পাওয়ার বলেন, জরুরি মানবিক সাহায্য পৌঁছে দেবে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ইউক্রেইনে ত্রাণ তত্পরতা জোরদার করার ব্যাপারে জাতিসংঘ সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, মানবিক পরিস্থিতির আরো অবনতি হলে জাতিসংঘ অতিরিক্ত কিছু পদক্ষেপ নেবে। বর্তমানে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় ইউক্রেন সরকার ভালোভাবেই পরিস্থিতি মোকাবিলা করছে। চার মাসের যুদ্ধে ইউক্রেইনে অন্তত ১৩শ' মানুষ নিহত হয়েছেন। ঘর-বাড়ি ছেড়েছেন প্রায় ২ লাখ ৮৫ হাজার মানুষ। 

ইউক্রেইনের সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন নেটো মহাসচিব অ্যান্ডার্স ফগ বৃহস্পতিবার ইউক্রেইন সফরের সময় তিনি এ আহ্বান জানান। এ সময় রাশিয়াকে হুঁশিয়ার করে তিনি বলেন, ইউক্রেইনে ফের হস্তক্ষেপ করলে বিশ্বে রাশিয়া আরো একা হয়ে পড়বে। রাশিয়াকে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, "প্রান্ত থেকে পিছে হটুন।"

এর আগে, ইউক্রেইন সীমান্তের কাছে ২০ হাজার সেনার সমাবেশ ঘটিয়ে রাশিয়া সম্ভবত দেশটি দখল করতে চাচ্ছে বলে সতর্ক করেছিল নেটো। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেইনের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাসমুসেন দেশটি সফরে গিয়েছেন। এর আগে রাশিয়া জানিয়েছিল, চলতি সপ্তাহে ইউক্রেইন সীমান্তের কাছে বিমান বাহিনীর মহড়া চালাবে তারা।

এ মহড়ার দিকে ইঙ্গিত করে রাসমুসেন বলেন, "আমি রাশিয়াকে আহ্বান জানিয়ে বলতে চাই প্রান্ত থেকে পিছে হটুন, সীমান্ত থেকে পিছে হটুন আর শান্তি রক্ষার ভান করে যুদ্ধ লাগাবেন না।" ইউক্রেইনের বিদ্রোহীদের রাশিয়ার দেয়া সাহায্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে এসময় অভিযোগ করেন তিনি।

No comments:

Post a Comment