যশোবন্ত সিং লাইফ সাপোর্টে
ভারতের সাবেক বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী যশোবন্ত সিংয়ের শারীরিক অবস্থা খুবই সঙ্কটাপন্ন। নয়াদিল্লীতে আর্মি রিসার্চ এ্যান্ড রেফারাল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে তাঁকে রাখা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁর বাসভবন থেকে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই কোমায় রয়েছেন তিনি। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই তিনি জ্ঞান হারান বলে মনে করা হচ্ছে। মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করার জন্য রাতেই জরুরী অস্ত্রোপচার করা হয় তাঁর। অস্ত্রোপচারের পর থেকে এখনও তাঁর জ্ঞান ফেরেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। অসুস্থ এ নেতাকে হাসপাতালে দেখতে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, এনসিপিপ্রধান শারদ পাওয়ার, তাঁর কন্যা সুপ্রিয়া সুলে ও সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব। তাঁর পুত্র মানবেন্দ্রর সঙ্গে ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগাযোগ রেখে চলছে বলে জানিয়েছেন সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। এ বছরের লোকসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে রাজস্থানে তাঁর নিজ জেলায় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৭৬ বছর বয়সী এ নেতাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। সাবেক এ সেনা কর্মকর্তা ওই নির্বাচনে হেরে যান। সূত্র-এনডিটিভি
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। অসুস্থ এ নেতাকে হাসপাতালে দেখতে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, এনসিপিপ্রধান শারদ পাওয়ার, তাঁর কন্যা সুপ্রিয়া সুলে ও সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব। তাঁর পুত্র মানবেন্দ্রর সঙ্গে ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগাযোগ রেখে চলছে বলে জানিয়েছেন সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। এ বছরের লোকসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে রাজস্থানে তাঁর নিজ জেলায় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৭৬ বছর বয়সী এ নেতাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। সাবেক এ সেনা কর্মকর্তা ওই নির্বাচনে হেরে যান। সূত্র-এনডিটিভি
No comments:
Post a Comment