নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে ভূমি ব্যবহারে সম্মত ভারত
ঢাকা ৫ আগস্ট:
প্রকাশ : ০৫ আগস্ট, ২০১৪
বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করলে এক্ষেত্রে ভূমি ব্যবহারে সম্মতি রয়েছে ভারতের। একইসাথে ত্রিপুরার পাল্টানা বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ১শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন একথা জানান।
পঙ্কজ শরন জ্বালানি প্রতিমন্ত্রীকে জানান, বাংলাদেশে বর্তমানে বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এজন্য ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও পরিবেশ খাতে এই বিপুল পরিমাণ বিনিয়োগ করতে সরকারের কাছে শিগগির প্রস্তাব দেয়া হবে বলে ভারতীয় হাই কমিশনার জানান।
বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের জানান, ত্রিপুরা থেকে ডিসেম্বরের মধ্যে ১শ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু হবে। পর্যায়ক্রমে এর পরিমাণ ৫শ মেগাওয়াটে উন্নীত হবে। তিনি বলেন, ভারত বাংলাদেশ, মায়ানমার, ভুটান নেপালের সাথে পাওয়ার জেনারেশন, পাওয়ার এক্সচেঞ্জসহ নলেজ শেয়ারিং করতে চায়। এক প্রশ্নের জবাবে পংকজ শরন বলেন, বাংলাদেশ যদি নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করে তাহলে ভারত তার ভূমি ব্যবহার করতে দিতে সম্মত আছে।
No comments:
Post a Comment