জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
এ নীতিমালা সংবাদপত্রসহ সব গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং মত প্রকাশের অধিকার হরণ করার লক্ষ্যে করা হয়েছে- এমন অভিযোগ এনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘সংবাদপত্রসহ সকল গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং মত প্রকাশের অধিকার হরণ করার লক্ষ্যে সরকার যে সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করেছে তা গতকাল ৪ আগস্ট মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে। অনুমোদিত সম্প্রচার নীতিমালার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘তথ্য মন্ত্রণালয় সম্প্রতি নির্বাহী আদেশে পত্রিকার প্রকাশনা বাতিলের ক্ষমতা যুক্ত করে ‘দ্য প্রিন্টিং ও প্রেসেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট-১৯৭৪’ সংশোধন করে সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণের পদক্ষেপ গ্রহণ করেছে। এ নীতিমালার মাধ্যমে টিভি চ্যানেলের টক’শো এবং সভা-সমাবেশে বক্তব্য দেয়ার অধিকার হরণ করার চক্রান্ত করা হচ্ছে। দেশের স্বাধীনচেতা ও গণতন্ত্রকামী জনগণ এই সম্প্রচার নীতিমালা কিছুতেই মেনে নিতে পারে না।’
No comments:
Post a Comment