মানুষকে হারিয়ে ‘মেয়র’ হল কুকুর!
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-13 22:13:11.0 BdST Updated: 2014-08-13 22:13:11.0 BdST
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি শহরে ৫ সপ্তাহের নির্বাচনের মধ্য দিয়ে বিপুল সংখ্যক ভোটে মেয়র নির্বাচিত হয়েছে সাত বছর বয়সী একটি কুকুর। নাম ডিউক।
ভোটাররা বলছে, ডিউক শহরটি পাহারা দিয়ে রাখে এবং এলাকাবাসী নিরাপদ। ডিউকের কড়া নজর এড়িয়ে এলাকায় গতিসীমা লঙ্ঘন করে চলতে পারে না কোনো গাড়িও।
‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, স্থানীয় এলাকারই এক অধিবাসীর কুকুর ডিউক। মানুষ না হলেও এমনকি কোনো প্রচার না চালানোর পরও কেবল জনপ্রিয়তার জোরেই মেয়র পদে নির্বাচনে দাঁড় করানো হয় ডিউককে।
‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, স্থানীয় এলাকারই এক অধিবাসীর কুকুর ডিউক। মানুষ না হলেও এমনকি কোনো প্রচার না চালানোর পরও কেবল জনপ্রিয়তার জোরেই মেয়র পদে নির্বাচনে দাঁড় করানো হয় ডিউককে।
প্রতিপক্ষ প্রার্থী কোরমোর্যালন্ট স্টোরের মালিক রিচার্ড শেরব্রুক নির্বাচনে ডিউকের জেতা ভোটের অর্ধেক ভোটও পাননি। এমনকি দোকানটির ১২ জন ডিউককে ভোট দিতে গিয়ে ১ ডলার করে দান করেছে।
নির্বাচনে ডিউকের জয়ে তাকে স্বাগত জানিয়েছে মিনেসোটাবাসী। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মেয়র হিসাবে শপথ নেবে ডিউক।
মিনেসোটার ডোরসেট শহরের মেয়র রবার্ট টুফটসের পদত্যাগের পর নির্বাচিত হল ডিউক। রবার্ট দুবছর মেয়াদে শহরটির মেয়র ছিলেন। তিনবছর বয়সে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।
নির্বাচনে ডিউকের জয়ে তাকে স্বাগত জানিয়েছে মিনেসোটাবাসী। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মেয়র হিসাবে শপথ নেবে ডিউক।
মিনেসোটার ডোরসেট শহরের মেয়র রবার্ট টুফটসের পদত্যাগের পর নির্বাচিত হল ডিউক। রবার্ট দুবছর মেয়াদে শহরটির মেয়র ছিলেন। তিনবছর বয়সে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।
No comments:
Post a Comment