টিভি-বিশিষ্টদের ক্যালি আছে। নবারুণের ওবিচুয়ারি স্পেস-কেও তারা ঝোপ বুঝে কমিউনিস্টদের কোপ দেবার জায়গা হিসেবে ব্যবহার করেছে। এটা করলে সস্তায় হাততালি পাওয়া যায় কিন্তু আবাপ-কে গালি দিলে হাতে হ্যারিকেন। নাটক-ফিল্মের প্রোমো থেকে পেজ-থ্রি ফেম - সব ঘেঁটি ও ঘাড় বাঁধা আছে যথাস্থানে। তাই বিচিত্র কায়দায় নবারুণ স্মরণ হলেও বাজারানন্দ কে নিয়ে শুড্ডা থেকে কেঁচকি সব হারামিই স্পিকটি নট। নেম এন্ড শেম করলে নিজেদের প্যান্টের গু'টা দেখে ফেলবে যে লোকে। এরা পারলে বিপত্তারিণীর সুতোর বিজ্ঞাপনেও নবারুণকে গুঁজে দেবে। স্মৃতি হাতড়ানোর নাম করে নানা সূক্ষ্ণ হারামিগিরি গুঁজে দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণের চেষ্টা করবে যে নবারুণও ওদের মতই দাঁতক্যালানে ভন্ড সুবিধাবাদী ছিলেন। তাই বলি, হে 'ফেসবুক' 'আনন্দবাজার' ও 'এই সময়' পাঠককূল, মানেবই না পড়ে অরিজিন্যাল অর্থাৎ স্বয়ং বস-এর লেখা পড়ুন। কবিতা সংকলন ও পপুলার উপন্যাসগুলো ছাড়াও পড়ে ফেলুন আনাড়ির নাড়িজ্ঞান, অ্যাকোয়ারিয়াম-এর প্রবন্ধগুলো। এরপর নকলি ধান্দাবাজ আর ঘোড়েল মালদের মার্ক করুন। এবং টাইম টু টাইম যে টুপিটা ওরা আমাদের পরাতে চায় সেটা ঘুড়িয়ে ওদের মাথায় পরিয়ে দিন। 'অল্টারনেটিভ' বাজারের চুতিয়ারা নিপাত যাক।
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Tuesday, August 12, 2014
টিভি-বিশিষ্টদের ক্যালি আছে। নবারুণের ওবিচুয়ারি স্পেস-কেও তারা ঝোপ বুঝে কমিউনিস্টদের কোপ দেবার জায়গা হিসেবে ব্যবহার করেছে। এটা করলে সস্তায় হাততালি পাওয়া যায় কিন্তু আবাপ-কে গালি দিলে হাতে হ্যারিকেন। নাটক-ফিল্মের প্রোমো থেকে পেজ-থ্রি ফেম - সব ঘেঁটি ও ঘাড় বাঁধা আছে যথাস্থানে। তাই বিচিত্র কায়দায় নবারুণ স্মরণ হলেও বাজারানন্দ কে নিয়ে শুড্ডা থেকে কেঁচকি সব হারামিই স্পিকটি নট। নেম এন্ড শেম করলে নিজেদের প্যান্টের গু'টা দেখে ফেলবে যে লোকে। এরা পারলে বিপত্তারিণীর সুতোর বিজ্ঞাপনেও নবারুণকে গুঁজে দেবে। স্মৃতি হাতড়ানোর নাম করে নানা সূক্ষ্ণ হারামিগিরি গুঁজে দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণের চেষ্টা করবে যে নবারুণও ওদের মতই দাঁতক্যালানে ভন্ড সুবিধাবাদী ছিলেন। তাই বলি, হে 'ফেসবুক' 'আনন্দবাজার' ও 'এই সময়' পাঠককূল, মানেবই না পড়ে অরিজিন্যাল অর্থাৎ স্বয়ং বস-এর লেখা পড়ুন। কবিতা সংকলন ও পপুলার উপন্যাসগুলো ছাড়াও পড়ে ফেলুন আনাড়ির নাড়িজ্ঞান, অ্যাকোয়ারিয়াম-এর প্রবন্ধগুলো। এরপর নকলি ধান্দাবাজ আর ঘোড়েল মালদের মার্ক করুন। এবং টাইম টু টাইম যে টুপিটা ওরা আমাদের পরাতে চায় সেটা ঘুড়িয়ে ওদের মাথায় পরিয়ে দিন। 'অল্টারনেটিভ' বাজারের চুতিয়ারা নিপাত যাক।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment