ভারতে প্রথম ফাঁসিতে ঝুলছেন নারী!
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-14 20:23:23.0 BdST Updated: 2014-08-14 20:23:23.0 BdST
ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছেন নারী । কোলহাপুরের দুই বোনকে ২০০১ সালে ১৩ শিশু অপহরণ ও ৯ শিশুকে হত্যার দায়ে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়।জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
গতমাসে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় দুইবোন রেনুকা কিরণ সিন্ধে ও সিমা মোহান গাভিতের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন।
ভারতের ইতিহাসে কতজন এ পর্যন্ত ফাঁসিতে ঝুলেছেন তা নিয়ে বির্তক আছে। সরকারি পরিসংখ্যান বলছে, এই সংখ্যাটি ৫২। সেখানে ‘পিপলস ইউনিয়ন অব সিভিল রাইটস’ এর দাবি শুধুমাত্র ১৯৫৩ থেকে ১৯৬৩ সালের মধ্যেই ১৪২২টি ফাঁসির ঘটনার দালিলিক উপাত্ত আছে তাদের সংগ্রহে। কিন্তু এখনো পর্যন্ত ভারতে কোন নারীর ফাঁসি কার্যকর হয়নি।
রেনুকা ও সিমার অপরাধের সঙ্গী ছিলেন তাদের মা আনজানাবাই। ওই শিশুদেরকে দিয়ে তিনি জোর করে ভিক্ষাবৃত্তি করাতেন। যে শিশুদের ‘উপার্জন ক্ষমতা’ কমে যেত তাদের হত্যা করা হত।
No comments:
Post a Comment