পিনাক মালিকের ছেলেও গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-15 14:07:25.0 BdST Updated: 2014-08-15 18:03:18.0 BdST
মুন্সীগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিকের পর তার ছেলেকেও গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব ও পুলিশ বলছে, গ্রেপ্তার ওমর ফারুক লিমন (২৭) ওই লঞ্চের সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হস্তান্তর করা হয় মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের হাতে।
লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, লিমন পিনাক-৬ লঞ্চের তদারকির পাশাপাশি টিকিট বিক্রির বিষয়টিও দেখভাল করতেন। র্যাব মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান জানতে পারে।
এর আগে বুধবার ভোর রাতের দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে পিনাকের মালিক আবু বকর সিদ্দিক কালুকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফাইল ছবি
ওই ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাকমালিক আবু বকর, তার ছেলে লিমন, লঞ্চের সারেং ও সুকানিসহ ছয় জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া।
মামলার এজাহারে লিমনের নাম রয়েছে আসামির তালিকার তিন নম্বরে।
প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, লঞ্চডুবির পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৮টি লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬১ জন।
No comments:
Post a Comment