ইংরেজি নামে বাংলা চলচ্চিত্র নয়
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-15 01:32:38.0 BdST Updated: 2014-08-15 21:04:50.0 BdST
‘মাই নেম ইজ খান’ বা ‘আই ডোন্ট কেয়ার’র মতো নাম আর দেয়া যাবে না ঢালিউডের সিনেমায়, কারণ বাংলা চলচ্চিত্রে এই ধরনের ইংরেজি নাম ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার।
ইংরেজি নামে ঢালাওভাবে বাংলা চলচ্চিত্র নির্মাণের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তথ্য মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে বলে মন্ত্রণালয়ের উপ-সচিব রবিউল ইসলাম জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনাবশ্যকভাবে বাংলা চলচ্চিত্রের ইংরেজি নাম ব্যবহার না করতে আমরা সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।
“সাম্প্রতিক ঢালাওভাবে ইংরেজি নামে বাংলা চলচ্চিত্র নির্মাণের বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢালাওভাবে বাংলা চলচ্চিত্রের ইংরেজি নামকরণ বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
“এসব বিষয় বিবেচনা করে চলচ্চিত্রের নামের ছাড়পত্র দেয়ার ক্ষেত্রে বাংলা ভাষা ও সংস্কৃতি অনুসরণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।”
বিজ্ঞপ্তিটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রশাসকের কাছে পাঠানো হয়েছে বলেও জানান রবিউল।
No comments:
Post a Comment