Thursday, March 27, 2014

'সুপ্রিম' প্রস্তাব: বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি সানি

'সুপ্রিম' প্রস্তাব: বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি সানি
SUNIL
এই সময় ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্ট তাঁর নাম প্রস্তাব করায় বিলক্ষণ খুশি সুনীল গাভাস্কর। তিনি জানিয়েছেন,'আমি ওপেনার ব্যাটসম্যান ছিলাম। তাই যে কোনও চ্যালেঞ্জ নিতেই আমি তৈরি।' এর আগেই স্পট ফিক্সিং এবং বেটিং কাণ্ডে আদালত কী নির্দেশ দিতে চলেছে, তার ইঙ্গিত দিয়ে বিসিসিআই-কে তিনটি প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মামলার শুনানি শুরু হয়। সেখানে সুপ্রিম কোর্ট বিসিআইকে তিনটি প্রস্তাবিত অন্তর্বর্তী নির্দেশ (প্রোপোসড ইন্টিরিম অর্ডার) দেয়। সেগুলি হল--
১. শ্রীনিবাসনকে পদ থেকে সরাতে হবে। ইন্ডিয়া সিমেন্টসের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও আধিকারক, যাঁরা বিসিসিআই-এ আছেন, তাঁদেরও পদ থেকে সরানো হবে।
২. তদন্ত চলাকালীন শ্রীনিবাসনের জায়গায় কার্যকরি সভাপতির দায়িত্ব সামলাবেন সুনীল গাভাসকার।
৩. এই মরসুমে দু'টি দল আইপিএল খেলতে পারবে না। দল দু'টি হল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস।
এই প্রস্তাব তিনটি বিবেচনা করতে বলা হয়েছে বিসিসিআইকে। শুক্রবার বিসিসিআই-কে এ ব্যাপারে মতামত জানাতে হবে সুপ্রিম কোর্টে।

গাভাস্কর এই প্রসঙ্গে স্পষ্ট ভাবেই জানিয়েছেন যে আদালতের নির্দেশ পালন করতে পারলে তিনি খুশি হবেন। যদিও তিনি এখন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্বে বহাল, তবুও আদালত চাইলে নিশ্চিতভাবেই অন্য যে কোনও দায়িত্ব পালনে তিনি রাজি।

অন্যদিকে এদিন স্পট ফিক্সিং কাণ্ডে মহেন্দ্র সিং ধোনির নামও ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্তকারী কমিটিকে গুরুনাথ ময়প্পন সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন। আইনজীবীর তরফে সওয়াল করা হয় যে, ধোনি ইন্ডিয়া সিমেন্টসের সহ-সভাপতি। সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট)-এর মামলাও হয়। তদন্তের স্বার্থে ধোনির সরে দাঁড়ানো উচিত বলেও সুপ্রিম কোর্টে দাবি করেন আইনজীবী হরিশ সালভে।

মামালার শুনানিতে ক্রিকেটের স্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট। এদিন বিসিসিআইয়ের তরফে জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, তারা মুদগল কমিটির সুপারিশ মেনে ব্যবস্থা নিতে প্রস্তুত। এমনকি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছে বিসিসিআই। পাশাপাশি ফিক্সিংয়ের তদন্ত চালিয়ে যেতেও তারা রাজি বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।

অন্য দিকে প্রাক্তন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের মতো এদিন নির্বাসিত প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদিও তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত আইপিএল-৭ বন্ধ করার পক্ষে জোরালো দাবি করেন৷

No comments:

Post a Comment