Sunday, March 23, 2014

ক্রেডিট কার্ড হাতিয়ে জালিয়াতিতে ধৃত ৩

ক্রেডিট কার্ড হাতিয়ে জালিয়াতিতে ধৃত ৩

credit-card
এই সময়: মায়ের চিকিত্‍সার জন্য জামশেদপুর থেকে কলকাতায় এসেছিলেন সোনালি মাথানি৷ বাড়ি ফিরে জানতে পারলেন, তাঁর ক্রেডিট কার্ড হাতিয়ে ৩৮ হাজার টাকার কেনাকাটা করে নিয়েছে জালিয়াতরা৷ সেই জালিয়াতির ঘটনায় তিন জনকে পূর্ব যাদবপুর থানার পুলিশ গ্রেপ্তার করল৷ যে হাসপাতালে সোনালিদেবীর মায়ের চিকিত্‍সা চলছিল, সেই হাসপাতালের নীচেই একটি ফুড জংশনের তিন কর্মীই ছিলেন এই জালিয়াতির পিছনে৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুশান্ত সাউ (২১), রানা ঘোষ (১৮) এবং রামপ্রসাদ মণ্ডল (২৪)৷ এদের বাড়ি রায়দিঘি, সোনারপুর এবং বাঘাযতীন এলাকায়৷

পুলিশ সূত্রের খবর, মুকুন্দপুর এলাকায় একটি বেসরকারি চোখের হাসপাতালে চিকিত্‍সা চলছিল সোনালিদেবীর মায়ের৷ গত ১৯ মার্চ দুপুরে তিনি মাকে দেখে নীচের ফুড জংশনে একটি দোকান থেকে পিত্‍জা কেনেন৷ দাম মেটানোর সময় হঠাত্‍ হাসপাতাল থেকে ফোনে সোনালিদেবীকে জানানো হয়, তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ তিনি যেন দ্রুত চলে আসেন৷ সেই সময় তিনি ক্রেডিট কার্ডে দাম মেটাচ্ছিলেন৷ ভুল করে কার্ডটি না-নিয়েই তিনি হাসপাতালে চলে যান৷ পরে কার্ডের কথা মনে পড়ায় তিনি ফের ওই পিত্‍জার দোকানে খোঁজ নিতে গেলে দোকানদার জানান, কার্ডটি সোনালিদেবীই নিয়ে গিয়েছেন৷ কিন্ত্ত বাড়িতে গিয়েও তিনি কার্ডটি খুঁজে পাননি৷ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ওই কার্ড ব্যবহার করে ৩৮ হাজার টাকার কেনাকাটা করা হয়েছে৷ পূর্ব যাদবপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেন৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে তদন্ত চালিয়ে তিন জনকে পুলিশ গ্রেপ্তার করে৷ পুলিশ জানায়, সম্ভবত পিত্‍জার দাম মেটানোর সময় কার্ডটি হাতিয়ে নেয় দোকানদার৷

No comments:

Post a Comment