Tuesday, March 25, 2014

কংগ্রেসের ষষ্ঠ তালিক, নেই বারাণসীর নাম

কংগ্রেসের ষষ্ঠ তালিক, নেই বারাণসীর নাম

নয়াদিল্লি: ষষ্ঠ তালিকাতেও বারাণসী থেকে নরেন্দ্র মোদীকে টক্কর দেওয়ার মতো নাম তুলে ধরতে পারল না কংগ্রেস৷ সোমবার লোকসভা ভোটের প্রার্থীদের নবতম তালিকাটি প্রকাশ করেছে শাসক দল৷ আটটি রাজ্য থেকে মোট ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে৷ কিন্ত্ত তাতে নেই বারাণসীর প্রার্থীর নাম৷ উত্তরপ্রদেশে এলাহাবাদ আসনের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে শুধু, নন্দ গোপাল গুপ্তা৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং অবশ্য এ দিনও বুঝিয়ে দিয়েছেন, বারাণসী থেকে লড়তে ইচ্ছুক তিনি৷ তবে দল তা মনে করছে কি না তা এখনও স্পষ্ট নয়৷

বারাণসী থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে দাঁড় করানো হচ্ছে বলে ঘোষণা আসার পর থেকেই সবার নজর এই আসনে৷ তার পর পরই আম আদমি পার্টির তরফে অরবিন্দ কেজরিওয়ালও এই আসনে লড়ার ইচ্ছা প্রকাশ করায় জল্পনা দ্বিগুণ হয়েছে৷ কেজরিওয়াল আগে বলেছিলেন বারাণসীবাসীর মত নিয়ে তবেই ওই কেন্দ্র থেকে লড়ার সিদ্ধান্ত নেবেন৷ তবে রবিবারই জানা যায়, বারাণসী থেকে লড়বেন বলেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন কেজরিওয়াল৷ আজ আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা৷

এই পরিস্থিতিতে কংগ্রেসের উপর ওই কেন্দ্রে শক্তিশালী প্রার্থী দাঁড় করানোর চাপ বাড়ছে৷ তারা ঘোষণাও করেছে, মোদীকে উপযুক্ত লড়াই দিতে পারেন এমন 'হেভিওয়েট' নামই ঘোষণা করা হবে৷ জল্পনায় রাহুল গান্ধীর নামটা উঠে আসছিল বটে, কিন্ত্ত সে সম্ভাবনায় আর খুব একটা জোর দিচ্ছেন না কেউই৷ বরং ঘোরাফেরা করছে বারাণসীর প্রাক্তন সাংসদ রাজেশ মিশ্র ও পিন্ডরার বিধায়ক অজয় রাইয়ের নাম৷ তবে একেবারে বহিরাগত কাউকে নিয়ে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ - সংবাদসংস্থা

No comments:

Post a Comment