Tuesday, March 25, 2014

সনিয়া-মনমোহনের প্রতি ‘কৃতজ্ঞ’ আদবানি

সনিয়া-মনমোহনের প্রতি ‘কৃতজ্ঞ’ আদবানি
য়াদিল্লি: কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি একপ্রকার 'কৃতজ্ঞতা'ই প্রকাশ করে ফেললেন বিজেপি-র বর্ষীয়াণ নেতা লালকৃষ্ণ আদবানি! এর কারণ হিসেবে তাঁর যুক্তি, এর আগের কোনও লোকসভা নির্বাচনে কংগ্রেসের 'হার' এবং বিজেপি-চালিত সরকারের ক্ষমতায় আসা এ বারের মতো 'নিশ্চিত' হয়ে যায়নি, আর এই পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ি ইউপিএ সরকারের কার্যকলাপ, যার মাথায় ছিলেন সনিয়া-মনমোহন৷ 

মঙ্গলবার নিজস্ব ব্লগে আদবানি লেখেন, 'এর আগের কোনও সরকারের রাজস্বে এতগুলো দুর্নীতি আর কেলেঙ্কারি ঘটেনি৷ দুর্নীতি এই সরকারের প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে৷ যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে ছুড়ে ফেলার জন্য মানুষ মুখিয়ে রয়েছেন৷ আমি ১৯৫২ সাল থেকে সবক'টি লোকসভা নির্বাচনেই অংশগ্রহণ করেছি৷ ওই ১৫টি নির্বাচনের কোনওটিতেই কংগ্রেসের হার এখনকার মতো এতটা নিশ্চিত ছিল না৷ ২০০৪ সাল থেকে সনিয়া-মনমোহনের কার্যকলাপ খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছি৷ সহকর্মীদের প্রায়ই বলি, ২০১৪ সালে বিজেপি-চালিত সরকারের ফের ক্ষমতায় আসা নিশ্চিত করতে ইউপিএ-র ওই দু'জন যে ভাবে নিয়ম মেনে ভাবে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন, তাতে ওঁদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত৷' উল্লেখ্য, কয়লার ব্লক বন্টন, টু-জি সংযোগ, কমনওয়েল্থ গেম্স, আদর্শ আবাসন ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে বারবার জেরবার হয়েছে কংগ্রেস সরকার৷ 

তবে গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে নিজের সাম্প্রতিক ক্ষোভ সম্পর্কে সংশ্লিষ্ট ব্লগে কিছুই লেখেননি আদবানি৷ বরং তাঁর মতে, 'দীনদয়াল উপাধ্যায়, নানাজি দেশমুখ, অটলবিহারী বাজপেয়ী, কুশাভাউ ঠাকরের মতো নেতারাই গোটা বিজেপি দলের আদর্শ হওয়া উচিত৷ বাজপেয়ীজির সবথেকে বড় গুণ হল, তাঁর ঝুলিতে অতগুলো সাফল্য থাকা সত্ত্বেও তাঁর মধ্যে কোন অহং বা উদ্ধত ভাবের চিহ্নমাত্র পাওয়া যায়নি৷ ১৯৪৭ সাল থেকে শুরু করে ভারতের সব প্রধানমন্ত্রীর ব্যালান্স শিট সম্পর্কে বলতে হলে, আমি বলব ওঁকে অসাধারাণত্বের বিচারে বাকিদের থেকে অনেকটা এগিয়ে রাখব৷' -সংবাদসংস্থা 


No comments:

Post a Comment