Tuesday, March 25, 2014

আমরা বললে তো আবার খারাপ লাগে; বেগম খালেদা জিয়া, এবার শুনুন, আপনার তৃণমূল নেতারা কি বলছে!





আমরা বললে তো আবার খারাপ লাগে; বেগম খালেদা জিয়া, এবার শুনুন, আপনার তৃণমূল নেতারা কি বলছে!

জামায়াতের যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দলের মুক্তিযোদ্ধা নেতা-কর্মীদের আপনি রাজাকার বানাচ্ছেন; এটা শুনলে আপনার গায়ে ফোসকা পড়ে। আপনার গায়ে ফোস্কা পড়ে পড়ুক, কিন্তু বিএনপির তৃণমুলের বেশিরভাগ নেতা-কর্মীই জামায়াত-শিবির-রাজাকারদের সাথে আপনার এবং বিএনপির দহরম মহরম পছন্দ করে না। আপনার নেতা-কর্মীরা সবাই যেদিন এভাবে সোচ্চার হবে, তখন কিন্তু আপনার খবর আছে? টাইম থাকতে পিওর হন
 — with স্বপ্নহীন এ.আর.রিপন.

No comments:

Post a Comment