Tuesday, March 25, 2014

তাই এখন আর খালেদা জিয়াকে কেউ বিশ্বাস করে না।



গত দুইদিন আগে খালেদা জিয়া কি বলেছিলেন, নিশ্চয়ই সবার স্বরণ আছে? খালেদা জিয়া বলেছিলেন, ‘অন্য একটি দেশের প্রতি তাদের এতো দরদ যে মানুষ স্তম্ভিত হয়ে যায়। আমরা কোনকিছুই পাই না, কিন্তু তারা যা চাচ্ছে, সরকার তা-ই দিয়ে দিচ্ছে। দেশটা দেওয়ার বাকী, চাইলে তা-ও হয়তো দিয়ে দেবে।’ কিন্তু খালেদা জিয়া যে ২০১২ সালে শুধুমাত্র ক্ষমতার জন্য দস্তখত দিয়ে বাংলাদেশকে ভারতের আজ্ঞাবহ করতে চেয়েছিলেন, সেটা কিন্তু তিনি বলেননি। আসলে খালেদা জিয়ার মিথ্যাচার আর হিপোক্রেসীর কথা সবার জানা হয়ে গেছে, তাই এখন আর খালেদা জিয়াকে কেউ বিশ্বাস করে না।
খালেদা জিয়া ভারতের ভয় দেখিয়ে সাধারন মানুষকে ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িকতার রাজনীতি করেন; আর রাতের আঁধারে ভারতের সেবাদাস হয়ে ভারতের নিকট ক্ষমতা ভিক্ষা করে বেড়ান।



No comments:

Post a Comment