অক্টোবরে স্থায়ী পিএফ অ্যাকাউন্ট নম্বর
য়াদিল্লি: আগামী অক্টোবর থেকে পাঁচ কোটি কর্মী-সদস্যের স্থায়ী প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শুরু করবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)৷ এর ফলে এক সংস্থা থেকে চাকরি ছেড়ে অন্য সংস্থায় যোগ দিলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ট্রান্সফারের ঝক্কি পোহাতে হবে না সংশ্লিষ্ট কর্মীকে৷ প্রভিডেন্ট ফান্ডের টাকা ক্লেম করা, অ্যাকাউন্ট ট্রান্সফার এবং আপডেটেড অ্যাকাউন্ট দেখার সুবিধা চালু করার পরে এবার স্থায়ী অ্যাকাউন্ট নাম্বার দিতে চলেছে ইপিএফও৷ এর ফলে নির্মাণ সংস্থার কর্মীদের সব থেকে সুবিধা হবে৷
ইপিএফও-র সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার কে কে জালান বলেন, 'আমাদের কর্মী সদস্যদের স্থায়ী পিএফ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার যে প্রকল্প আমরা নিয়েছি ইতিমধ্যেই সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কমপিউটিং-এর হাতে তার রূপরেখা নির্ধারণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে৷ এ বছরের ১ অক্টোবর এই প্রকল্প চালু করা হবে৷'
ইপিএফও কর্তৃপক্ষ জানিয়েছেন, পার্মানেন্ট নম্বরের জন্য শ্রম মন্ত্রক 'অ্যাকশন প্ল্যান' ছকে দিয়েছে৷ প্রত্যেক গ্রাহকের পার্মানেন্ট নম্বর করতে গেলে তাদের পিএফ অ্যাকাউন্ট নম্বরকে কোর ব্যাঙ্কিং সিস্টেমের সঙ্গে মেলাতে হবে৷ এমন একটি প্রযুক্তিতে নম্বরগুলিকে ফেলতে হবে, যাতে ব্যাঙ্কিং পরিষেবার সমস্ত সুবিধা পাওয়া যায় এই পিএফ অ্যাকাউন্টে৷ এ জন্য ইপিএফওকে সেন্ট্রাল সার্ভার গড়তে হবে৷ যেখানে ইপিএফও সমস্ত ফিল্ড অফিসগুলিকে সংযুক্ত করা হবে৷ স্থায়ী পিএফ অ্যাকাউন্ট নাম্বার চালু হলে কাজের বোঝা কমে যাবে৷ প্রতি বছর পিএফ-এর টাকা ট্রান্সফার করা নিয়ে ১২ লক্ষের বেশি আবেদন জমা পড়ে ইপিএফওয়৷
য়াদিল্লি: আগামী অক্টোবর থেকে পাঁচ কোটি কর্মী-সদস্যের স্থায়ী প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শুরু করবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)৷ এর ফলে এক সংস্থা থেকে চাকরি ছেড়ে অন্য সংস্থায় যোগ দিলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ট্রান্সফারের ঝক্কি পোহাতে হবে না সংশ্লিষ্ট কর্মীকে৷ প্রভিডেন্ট ফান্ডের টাকা ক্লেম করা, অ্যাকাউন্ট ট্রান্সফার এবং আপডেটেড অ্যাকাউন্ট দেখার সুবিধা চালু করার পরে এবার স্থায়ী অ্যাকাউন্ট নাম্বার দিতে চলেছে ইপিএফও৷ এর ফলে নির্মাণ সংস্থার কর্মীদের সব থেকে সুবিধা হবে৷
ইপিএফও-র সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার কে কে জালান বলেন, 'আমাদের কর্মী সদস্যদের স্থায়ী পিএফ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার যে প্রকল্প আমরা নিয়েছি ইতিমধ্যেই সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কমপিউটিং-এর হাতে তার রূপরেখা নির্ধারণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে৷ এ বছরের ১ অক্টোবর এই প্রকল্প চালু করা হবে৷'
ইপিএফও কর্তৃপক্ষ জানিয়েছেন, পার্মানেন্ট নম্বরের জন্য শ্রম মন্ত্রক 'অ্যাকশন প্ল্যান' ছকে দিয়েছে৷ প্রত্যেক গ্রাহকের পার্মানেন্ট নম্বর করতে গেলে তাদের পিএফ অ্যাকাউন্ট নম্বরকে কোর ব্যাঙ্কিং সিস্টেমের সঙ্গে মেলাতে হবে৷ এমন একটি প্রযুক্তিতে নম্বরগুলিকে ফেলতে হবে, যাতে ব্যাঙ্কিং পরিষেবার সমস্ত সুবিধা পাওয়া যায় এই পিএফ অ্যাকাউন্টে৷ এ জন্য ইপিএফওকে সেন্ট্রাল সার্ভার গড়তে হবে৷ যেখানে ইপিএফও সমস্ত ফিল্ড অফিসগুলিকে সংযুক্ত করা হবে৷ স্থায়ী পিএফ অ্যাকাউন্ট নাম্বার চালু হলে কাজের বোঝা কমে যাবে৷ প্রতি বছর পিএফ-এর টাকা ট্রান্সফার করা নিয়ে ১২ লক্ষের বেশি আবেদন জমা পড়ে ইপিএফওয়৷
No comments:
Post a Comment