Tuesday, March 25, 2014

২২ হাজার ছাড়িয়ে থামল সেনসেক্স

২২ হাজার ছাড়িয়ে থামল সেনসেক্স
মুম্বই: ফেব্রুয়ারিতে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি ২৫ মাসের সর্বনিম্ন মাত্রায় ঠেকেছে৷ এর জেরে এপ্রিল মাসে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে রিজার্ভ ব্যাঙ্ক৷ সোমবার সেই আশাতেই ২২ হাজার টপকে সর্বকালের রেকর্ড মাত্রায় বন্ধ হল সেনসেক্স৷ ৬৫০০ ছাড়িয়ে প্রায় দেড় শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি৷ এদিন তেজি ছিল ব্যাঙ্ক শেয়ারগুলি৷ বিদেশি বিনিয়োগের বহর, ঘরোয়া বাজারে বিজেপি জয় নিয়ে প্রত্যাশা ও রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক মনোভাব এদিন বিএসই এবং এনএসইতে ব্যাঙ্ক সূচককে ঠেলে উপরে তুলে দেয়৷ বিএসই ব্যাঙ্কেক্স এবং ব্যাঙ্ক নিফটি এদিন যথাক্রমে ২.৭৩ শতাংশ ও ২.৭৫ শতাংশ লাফ দেয়৷ গত ১০ মাসে এটাই ছিল ব্যাঙ্ক নিফটির সর্বোচ্চ উত্থান৷ এদিন সব ব্যাঙ্কের শেয়ারই সবুজ ছিল৷ ইয়েস ব্যাঙ্কের শেয়ার দর ওঠে পাঁচ শতাংশ৷ আইসিআইসিআই, এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার দর বাড়ে ১.৫ শতাংশ থেকে ৩.৭ শতাংশ পর্যন্ত৷ ডলারের সাপেক্ষে ১২ পয়সা উঠে ছ'মাসের সর্বোচ্চ দরে বন্ধ হয় টাকা৷

সপ্তাহের শুরুতে সোমবার ৩০০.১৬ পয়েন্ট উঠে ২২,০৫৫.৪৮ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স৷ গত দু'সপ্তাহের মধ্যে এদিনই সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করে বম্বে শেয়ার বাজার সূচক৷ এদিন সর্বোচ্চ ২২,০৭৪ পয়েন্ট স্পর্শ করেছিল সূচক৷ এর আগে ১৮ মার্চ ২২,০৪০ পয়েন্টে পৌঁছেছিল সেনসেক্স৷ কিন্ত্ত দিনের শেষে তা ২১ হাজারের ঘরে নেমে আসে৷ তাই ১০ মার্চ, ২১,৯৩৪.৮৩ পয়েন্টই সেনসেক্সের সর্বকালীন রেকর্ড ছিল৷ সোমবার ৮৭ পয়েন্ট বেড়েছে নিফটি থিতু হয় সর্বকালের সেরা ৬,৫৮৩.৫০ পয়েন্টে৷ টাকা বন্ধ হয় ৬০.৭৭-এ৷ সোমবার দেশের শেয়ার বাজারে ১,৪৬৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ প্রবেশ করেছে৷ যা দেখে অর্থসচিব অরবিন্দ মায়ারাম বলেছেন, 'শেয়ার বাজার ও মুদ্রা বিনিময় বাজার থেকে অর্থনৈতিক স্থিতিশীলতার কথাই প্রমাণ হচ্ছে৷ আগামীদিনে এই বৃদ্ধির গতি আরও বাড়বে৷' উল্লেখ্য, মার্চ পর্যন্ত বিদেশি লগ্নিকারীরা ২২ হাজার কোটি টাকার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রবেশ করেছে দেশে৷ যার জেরে সূচক লাফিয়েছে চার শতাংশ৷ টাকার দর বেড়েছে দু'শতাংশ৷

বাজারের এই পরিস্থিতিতে বিনিয়োগ কী লাভদায়ক হবে? বিশেষজ্ঞদের মতে, বাজারে এখন তেজি ভাব থাকবেই৷ সেনসেক্স-নিফটি বর্তমান পর্যায় ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ার দিকেই এগোবে৷ কিন্ত্ত এই অবস্থা বড় সংস্থার শেয়ার বিক্রি করে দেওয়াই উচিত৷ আর বাজার একটু পড়লে ফের কেনা শুরু করা উচিত৷ ইকুইটিরাশ ডট কমের সিইও কুণাল সারাওগির মতে, এটা শেষ নয়৷ বাজার আরও লম্বা দৌড় দেবে এখন৷ তাই এটাই মধ্য-স্তরের বুল রান বলা যায়৷ আমাদের পূর্বাভাস সেনসেক্স ২৫ হাজার ছোঁবে৷' বিশেষজ্ঞদের মতে, এখন মাঝারি থেকে দীর্ঘমেয়াদের জন্য লগ্নিকারীদের চুপচাপ বসে বাজারের গতিপ্রকৃতি দেখাই শ্রেয়৷ মাইক্রোসেক ক্যাপিটালের ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ বিনীত পাগারিয়া বলেছেন, নিফটি সূচক ৬৭০০ থেকে ৬৮০০ পর্যন্ত উঠতে পারে৷ কিন্ত্ত তার পর সূচক ৬৩৫০ পয়েন্টে নেমে আসতে পারে৷ সেই জন্য এখন বড় সংস্থার শেয়ার বিক্রি করে মুনাফা তোলাই বাঞ্ছনীয়৷
http://eisamay.indiatimes.com/business/copy-on-sensex/articleshow/32645711.cms?

No comments:

Post a Comment