Tuesday, March 25, 2014

ছাত্রলীগ নেতার নেতৃত্বে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

ছাত্রলীগ নেতার নেতৃত্বে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

চাঁদপুরের মতলবে এক ছাত্রলীগ নেতা তার চার বন্ধুকে নিয়ে শাহনাজ বেগম (২২) নামের এক গৃহবধূকে গণধর্ষণ করেছে।সোমবার দিবাগত গভীর রাতে মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায় এ ঘটনা ঘটে।মঙ্গলবার দুপুর ২টার দিকে শাহনাজ বেগম বাদি হয়ে ৫ ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং ১১/১৪।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ কচিকে (২৫) আটক করেছে পুলিশ।শাহনাজ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফ্ফর গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী।মামলার এজহারে জানা যায়, মতলব দক্ষিণের কলাদি এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সন্তান নিয়ে থাকেন শাহনাজ। মোহাম্মদ হোসেন অর্থ আত্মসাতের মামলা বর্তমানে কারাগারে আছেন। সোমবার সন্ধ্যায় শাহনাজের স্বামীর বন্ধর ঘনিষ্ঠ বন্ধু সিরাজুল ইসলাম ভাড়া বাসায় আসে।

বিষয়টি পরকীয়া ভেবে মতলব দক্ষিণ ছাত্রলীগ নেতা কচিসহ তার আরো ৪ বন্ধু নজরে রাখে। এক পর্যায়ে রাতে ওই পাঁচ জন শাহনাজের ঘরে ঢুকে। ঘরে ঢুকে সিরাজকে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে রেখে শাহনাজকে পালাক্রমে ধর্ষণ করে কচিসহ তহসীব, শরীফ, বাবু ও জামাল।মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সকালে বিষয়টি থানায় অবহিত করা হলে প্রধান আসামি কচিকে গ্রেপ্তার করা হয়। সম্পৃক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেহেতু মামলা নেয়া হয়েছে তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

http://www.onbangladesh.org/newsdetail/detail/200/71505
__._,_.___

No comments:

Post a Comment