দেহ ব্যবসায় নামতে না চাওয়ায় কেটে ফেলা হল তরুণীর স্তন
থানে: ফের প্রকাশ্যে এল দেশের বিভিন্ন প্রান্তের নারী নির্যাতনের চিত্র৷ মহরাষ্ট্রের ভিওয়ান্দিতে বছর চব্বিশের এক তরুণীকে জোর করে দেহব্যবসায় নামানো চেষ্টায় ব্যর্থ হয়ে তাঁর স্তন কেটে ফেলার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে৷ পুলিশ আধিকারিক রাজন সাস্তে বলেন, 'নির্যাতিতাকে গুজরাট থেকে পাচার করে এখানে আনা হয়েছিল৷ এখানকারই একটা যৌনপল্লিতে তাঁকে বিক্রি করে দেওয়া হয়৷ কিন্ত্ত ওই তরুণী মালকিনের কথা শুনতে না চাওয়ায় তাঁর স্তন কেটে দেওয়া হয়৷ শুধু তাই নয়, তাঁকে বেঁধে মারধরও করা হয়৷ বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছে তাঁর৷' স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে ভর্তি করেন৷ তিনি এখনও কথা বলার মতো অবস্থায় নেই৷ যৌনপল্লির মালকিনকে গ্রেন্তার করেছে পুলিশ৷ গ্রেন্তার করা হয়েছে তিন অভিযুক্তকেও৷ ২৫ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে তাদের৷
অন্য দিকে, শারীরিক সম্পর্কে সম্মতি না দেওয়ায় বছর তিরিশের এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক শ্রমিকের বিরুদ্ধে৷ থানের নিকটবর্তী একটি গ্রামে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে৷ মহিলার স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত লক্ষ্মণ যাদব তাঁর বাড়িতে ঢুকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়৷ তিনি রাজি না হলে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ অভিযুক্তকে গ্রেন্তার করেছে পুলিশ৷
রাজস্থানের ভাঙ্করোটায় বছর পঞ্চাশের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে৷ নির্যাতিতার অভিযোগ, তাঁকে মহাপুরার রাস্তায় ডেকে পাঠিয়ে গণধর্ষণ করে তাঁর পরিচিত তিন ব্যক্তি৷ নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ৷ তাঁর ডাক্তারি পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে৷ অভিযুক্তদের সন্ধানে খোঁজ চলছে৷অন্য দিকে, গুজরাটের সুরাটে ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে৷ অভিযোগ, শুক্রবার রাতে ওই তরুণীর বাড়িতে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত রমেশ মিনা৷ নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ৷ ডাক্তারি পরীক্ষাও হয়েছে৷ অভিযুক্ত রমেশের খোঁজে তার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ --- সংবাদসংস্থা ৷
থানে: ফের প্রকাশ্যে এল দেশের বিভিন্ন প্রান্তের নারী নির্যাতনের চিত্র৷ মহরাষ্ট্রের ভিওয়ান্দিতে বছর চব্বিশের এক তরুণীকে জোর করে দেহব্যবসায় নামানো চেষ্টায় ব্যর্থ হয়ে তাঁর স্তন কেটে ফেলার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে৷ পুলিশ আধিকারিক রাজন সাস্তে বলেন, 'নির্যাতিতাকে গুজরাট থেকে পাচার করে এখানে আনা হয়েছিল৷ এখানকারই একটা যৌনপল্লিতে তাঁকে বিক্রি করে দেওয়া হয়৷ কিন্ত্ত ওই তরুণী মালকিনের কথা শুনতে না চাওয়ায় তাঁর স্তন কেটে দেওয়া হয়৷ শুধু তাই নয়, তাঁকে বেঁধে মারধরও করা হয়৷ বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছে তাঁর৷' স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে ভর্তি করেন৷ তিনি এখনও কথা বলার মতো অবস্থায় নেই৷ যৌনপল্লির মালকিনকে গ্রেন্তার করেছে পুলিশ৷ গ্রেন্তার করা হয়েছে তিন অভিযুক্তকেও৷ ২৫ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে তাদের৷
অন্য দিকে, শারীরিক সম্পর্কে সম্মতি না দেওয়ায় বছর তিরিশের এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক শ্রমিকের বিরুদ্ধে৷ থানের নিকটবর্তী একটি গ্রামে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে৷ মহিলার স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত লক্ষ্মণ যাদব তাঁর বাড়িতে ঢুকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়৷ তিনি রাজি না হলে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ অভিযুক্তকে গ্রেন্তার করেছে পুলিশ৷
রাজস্থানের ভাঙ্করোটায় বছর পঞ্চাশের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে৷ নির্যাতিতার অভিযোগ, তাঁকে মহাপুরার রাস্তায় ডেকে পাঠিয়ে গণধর্ষণ করে তাঁর পরিচিত তিন ব্যক্তি৷ নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ৷ তাঁর ডাক্তারি পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে৷ অভিযুক্তদের সন্ধানে খোঁজ চলছে৷অন্য দিকে, গুজরাটের সুরাটে ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে৷ অভিযোগ, শুক্রবার রাতে ওই তরুণীর বাড়িতে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত রমেশ মিনা৷ নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ৷ ডাক্তারি পরীক্ষাও হয়েছে৷ অভিযুক্ত রমেশের খোঁজে তার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ --- সংবাদসংস্থা ৷
No comments:
Post a Comment