Wednesday, March 19, 2014

ক্রিমিয়াকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে সংযুক্তির তোড়জোড় পুতিনের

ক্রিমিয়াকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে সংযুক্তির তোড়জোড় পুতিনের
putin
এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকা এবং ইওরোপিয়ান ইউনিয়নের রক্তচক্ষু উপেক্ষা করে ক্রিমিয়াকে স্বাধীন ও সার্বভৌম দেশের স্বীকৃতি দিল রাশিয়া। পাশাপাশি ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভূক্ত করার পদক্ষেপও করলেন ভ্লাদিমির পুতিন। মস্কোর বিরুদ্ধে ঠান্ডা যুদ্ধ পরবর্তী সবচেয়ে কঠোর অবরোধ উপেক্ষা করেই এই পদক্ষেপ করলেন পুতিন।

এই ঘটনা সাম্প্রতিককালে ইউরোপের সবচেয়ে বড় সংকট আরও ঘণীভূত হল বলেই ধারণা। রবিবারের গণভোটে ক্রিমিয়াবাসী রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষেই ভোট দেয়। ফলাফল ঘোষণার পরই ইউক্রেনের সঙ্গে সবরকম রাজনৈতিক ও প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করে ক্রিমিয়া৷ সোমবার এ বিষয়ে সর্বসম্মত প্রস্তাব পাস করে ক্রিমিয়ার আঞ্চলিক সংসদ৷ সোমবার রাষ্ট্রপুঞ্জ ও বিশ্বের সমস্ত দেশের কাছে স্বীকৃতির আবেদন জানিয়েছে ক্রিমিয়া৷ পাশপাশি, রাশিয়ায়ে অন্তর্ভুক্ত করার জন্য সে দেশের সরকারের কাছে আর্জিও জানিয়েছে ক্রিমিয়ার আঞ্চলিক সংসদ৷ স্পষ্ট করা হয়েছে, সোমবার থেকে ক্রিমিয়ার মাটিতে ইউক্রেনের কোনও আইন কার্যকর হবে না৷ সে দেশের সমস্ত সম্পত্তি, ব্যবসা ও সরকারি সংস্থাও অধিগ্রহণের কথা ঘোষণা করা হয়েছে৷

ক্রিমিয়াকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে স্বীকৃতি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ফরমানে স্বাক্ষর করেন। পুতিন এদিন পার্লামেন্ট থেকে রাশিয়ান অধ্যুষিত ক্রিমিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।

No comments:

Post a Comment