দোলের রাতে তিন ধর্ষণের অভিযোগ মালদহ-বীরভূমে
মালদহ ও সিউড়ি: ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে এক তেরো বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ ঘটনাস্থল মানিকচক থানার নুরপুর পঞ্চায়েতের তিয়রপাড়া গ্রাম৷ অভিযুক্তের নাম সেন্টু রজক৷ সে কিশোরীর প্রতিবেশী৷ সোমবার সকালে ওই কিশোরীকে স্থানীয় একটি নির্মিয়মাণ বাড়ির মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিশোরীর মা সেন্টুর বিরুদ্ধে মানিকচক থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন৷
মেয়েটির মা জানান, তাঁর স্বামী পেশায় দিনমজুর৷ কর্মসূত্রে ভিন্রাজ্যের বাসিন্দা৷ বাড়িতে মেয়েকে নিয়ে মা একা থাকতেন৷ রবিবার রাতে মায়ের পাশে শুয়ে ঘুমোচ্ছিল ওই কিশোরী৷ অভিযোগ, বেড়ার বাড়ির আলগা দরজা ভেঙে ভিতরে সেন্টু কিশোরীর মুখে কাপড় চাপা দিয়ে তাকে তুলে নিয়ে যায়৷ আওয়াজ না-হওয়ায় মায়ের ঘুম ভাঙেনি৷ শেষরাতে ঘুম থেকে উঠে মেয়েকে পাশে দেখতে না-পেয়ে খোঁজ শুরু করেন মা৷ দিনের আলো ফোটার পরে কাছেই নির্মীয়মাণ বাড়িটিতে মেয়ের খোঁজ মেলে৷ মুখে জল দিয়ে বেশ খানিকক্ষণ পরিচর্যার পর মেয়ের জ্ঞান ফিরতে সে মাকে সব কথা জানায়৷ গ্রামের লোকও ভিড় করে৷ পুলিশ আসে৷ কিন্ত্ত সেন্টু ততক্ষণে বেপাত্তা৷ তাকে গ্রেপ্তার করা যায়নি৷
দোলের সন্ধ্যায় জোড়া ধর্ষণের অভিযোগ উঠল বীরভূমেও৷ প্রথম ঘটনাটি সিউড়ির সলখানা গ্রামের৷ স্থানীয় সূত্রের খবর, গ্রামের বাসিন্দা বছর ষোলোর আদিবাসী কিশোরী দোলের সন্ধ্যায় বাড়ির কাছে নলকূপ থেকে জল আনতে গিয়েছিল৷ অভিযোগ, সে সময় গ্রামেরই দুই যুবক বিনোদ হাঁসদা ওরফে (বুড়ো) ও বিজয় মুর্মু কিশোরীর মুখে গামছা বেঁধে তাকে তুলে নিয়ে যায় দু'কিমি দূরে হাড়াইপুর লাগোয়া ক্যানেলপাড়ের গমখেতে৷ তাকে ধর্ষণ করে ওই খেতেই ফেলে পালায়৷ মাঠের মধ্যে দূরে মুরগির খামারে আলো জ্বলতে দেখে মেয়েটি নিজেই রক্তাক্ত অবস্থায় উঠে গিয়ে সেখানে সাহায্য চায়৷ তাঁরাই কিশোরীর বাড়িতে ও পুলিশে খবর দেন৷ সোমবার দুপুরে বিনোদ ও বিজয় গ্রেপ্তার হয়৷ নিগৃহীতাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ দ্বিতীয় ঘটনাটি লাভপুর থানার তারামাডাঙায়৷ পুলিশ সূত্রের খবর, ঢিবা পঞ্চায়েতের রামঘাটি গ্রামের মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই এলাকার ঠাকুরপাড়ার বাসিন্দা কানু শেখের বিরুদ্ধে৷ অভিযোগ, দুপুরে বাড়ি থেকে তরুণীকে ফুঁসলিয়ে তারামাডাঙায় নিয়ে গিয়ে ধর্ষণ করে কানু৷ রামঘাটির বাসিন্দা এক রাজমিস্ত্রি তরুণীকে বিস্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কানুকে চেপে ধরেন৷ গ্রামে খবর দেন৷ পুলিশ কানু শেখকে গ্রেপ্তার করে৷
এ দিকে, দুর্গাপুরে ক্লাস ফাইভের বাচ্চার শ্লীলতাহানির অভিযোগে গণধোলাই দেওয়া হয় এক দোকানদারকে৷ কোকওভেন থানার পুলিশ নান্টু চক্রবর্তী নামে ওই দোকানিকে গ্রেপ্তার করেছে৷
মেয়েটির মা জানান, তাঁর স্বামী পেশায় দিনমজুর৷ কর্মসূত্রে ভিন্রাজ্যের বাসিন্দা৷ বাড়িতে মেয়েকে নিয়ে মা একা থাকতেন৷ রবিবার রাতে মায়ের পাশে শুয়ে ঘুমোচ্ছিল ওই কিশোরী৷ অভিযোগ, বেড়ার বাড়ির আলগা দরজা ভেঙে ভিতরে সেন্টু কিশোরীর মুখে কাপড় চাপা দিয়ে তাকে তুলে নিয়ে যায়৷ আওয়াজ না-হওয়ায় মায়ের ঘুম ভাঙেনি৷ শেষরাতে ঘুম থেকে উঠে মেয়েকে পাশে দেখতে না-পেয়ে খোঁজ শুরু করেন মা৷ দিনের আলো ফোটার পরে কাছেই নির্মীয়মাণ বাড়িটিতে মেয়ের খোঁজ মেলে৷ মুখে জল দিয়ে বেশ খানিকক্ষণ পরিচর্যার পর মেয়ের জ্ঞান ফিরতে সে মাকে সব কথা জানায়৷ গ্রামের লোকও ভিড় করে৷ পুলিশ আসে৷ কিন্ত্ত সেন্টু ততক্ষণে বেপাত্তা৷ তাকে গ্রেপ্তার করা যায়নি৷
দোলের সন্ধ্যায় জোড়া ধর্ষণের অভিযোগ উঠল বীরভূমেও৷ প্রথম ঘটনাটি সিউড়ির সলখানা গ্রামের৷ স্থানীয় সূত্রের খবর, গ্রামের বাসিন্দা বছর ষোলোর আদিবাসী কিশোরী দোলের সন্ধ্যায় বাড়ির কাছে নলকূপ থেকে জল আনতে গিয়েছিল৷ অভিযোগ, সে সময় গ্রামেরই দুই যুবক বিনোদ হাঁসদা ওরফে (বুড়ো) ও বিজয় মুর্মু কিশোরীর মুখে গামছা বেঁধে তাকে তুলে নিয়ে যায় দু'কিমি দূরে হাড়াইপুর লাগোয়া ক্যানেলপাড়ের গমখেতে৷ তাকে ধর্ষণ করে ওই খেতেই ফেলে পালায়৷ মাঠের মধ্যে দূরে মুরগির খামারে আলো জ্বলতে দেখে মেয়েটি নিজেই রক্তাক্ত অবস্থায় উঠে গিয়ে সেখানে সাহায্য চায়৷ তাঁরাই কিশোরীর বাড়িতে ও পুলিশে খবর দেন৷ সোমবার দুপুরে বিনোদ ও বিজয় গ্রেপ্তার হয়৷ নিগৃহীতাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ দ্বিতীয় ঘটনাটি লাভপুর থানার তারামাডাঙায়৷ পুলিশ সূত্রের খবর, ঢিবা পঞ্চায়েতের রামঘাটি গ্রামের মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই এলাকার ঠাকুরপাড়ার বাসিন্দা কানু শেখের বিরুদ্ধে৷ অভিযোগ, দুপুরে বাড়ি থেকে তরুণীকে ফুঁসলিয়ে তারামাডাঙায় নিয়ে গিয়ে ধর্ষণ করে কানু৷ রামঘাটির বাসিন্দা এক রাজমিস্ত্রি তরুণীকে বিস্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কানুকে চেপে ধরেন৷ গ্রামে খবর দেন৷ পুলিশ কানু শেখকে গ্রেপ্তার করে৷
এ দিকে, দুর্গাপুরে ক্লাস ফাইভের বাচ্চার শ্লীলতাহানির অভিযোগে গণধোলাই দেওয়া হয় এক দোকানদারকে৷ কোকওভেন থানার পুলিশ নান্টু চক্রবর্তী নামে ওই দোকানিকে গ্রেপ্তার করেছে৷
http://eisamay.indiatimes.com/state/3-rape-cases-in-maldah-and-suri-during-holi/articleshow/32237609.cms
No comments:
Post a Comment