Wednesday, March 26, 2014

বড় একা লাগে ভাল লাগে না কিছু

বড় একা লাগে ভাল লাগে না কিছু


Sarlin-400x250সম্প্রতি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শারলিন মন খুলে বলেছেন এই সব কথাই৷ তিনি জানিয়েছেন, ‘আমার কাজকর্ম নিয়ে বাড়ির লোকের কাছে খুব কথা শুনতে হয়৷ কেউ-ই আমার সঙ্গে সুসর্ম্পক রাখেনি৷ কিন্তু তাঁদের বুঝিয়ে উঠতে পারি না৷ শো বিজনেসে টিকে থাকতে হলে এইসব করতেই হয়৷’
কথায় কথায়, শারলিন জানিয়েছেন, ‘মাঝে মাঝে বড় একা লাগে আমার৷ ভাল লাগে না কিছু৷ তখনই মাথা চাড়া দিয়ে ওঠে যৌনতা৷ তারপরই নষ্ট হয়ে যাই৷’
দূর ভাল লাগছে না! অনেক হল, আর নয়৷ এবার আমি ভাল হতে চাই৷ রোজ নিয়ম করে রাত্রিরে ডায়েরি লেখেন ব্যোমশেল শারলিন চোপড়া৷ মনযোগ দিয়ে লিখে ফেলেন প্রতিটি দিনের কড়চা৷ কে এল ঘরে, কে গেল ঘর ছেড়ে কে এসে মাথায় হাত বুলিয়ে, কেউ শুধু দুষ্টুমি করেই চম্পট! কিন্তু যতদিন যাচ্ছে শারলিন নাকি অনুভব করছেন তাঁর ডায়েরির পাতায় শুধু জীবন-যৌবন কাহিনি৷ আসল শারলিন নাকি হারিয়েই গিয়েছে!
শারলিনের কথায় বাস্তবে তিনি খুব নরম মনের মানুষ৷ যে আসল ভালবাসা খুঁজে চলেছে৷ চার বছর ধরে মা,বাবা, ভাই, বোনের থেকে দূরে থেকে তিনি এখন তাঁদের মিস করেন৷ শারলিনের দুঃখ, তাঁর অভিভাবকরাও তাঁকে ভুল বোঝেন৷ তবে এতেও দমে যাননি শারলিন৷ নিজেকে সামলে নিয়ে ঠিক করেছেন, আর নোংরামো নয়৷ ‘কামসূত্র’র মতো ছবিতে অভিনয়ও নয়৷
এবার ভাল মেয়ে হয়ে উঠতে চান শারলিন৷ ফিরে পেতে চান সবার ভালবাসা ও আদর৷ ডায়েরির পাতায় লিখতে চান নতুন শারলিনের নতুন কাব্য!
http://www.binodonnews.com/%E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BF/

No comments:

Post a Comment