স্বপ্নের বাংলাদেশ
সমতার জন্য প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র চাই
সিরাজুল ইসলাম চৌধুরী
রুহুল আমিন রাসেল
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, স্বাধীনতা বলতে আমরা মুক্তি বুঝি। এই মুক্তির নাম দিয়েছি মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধ। এবারের স্বাধীনতা দিবসে সবার আর্থ-সামাজিক মুক্তি চাই। এই মুক্তি আনতে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র চাই। এই অধিকার কেবলমাত্র ভোটাধিকার নয়। অধিকার ও সুযোগের সমতা তৈরি করতে পারে এমন প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র চাই। এ জন্য এই সমাজ ব্যবস্থা বদলাতে হবে বলে মনে করেন দেশ বরেণ্য এই শিক্ষাবিদ।
গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে সর্বজন শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম চৌধুরী দেশের শিক্ষাব্যবস্থার অবক্ষয় উত্তোরণের পরামর্শ দিয়ে বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দিয়ে সার্বজনীন করতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুধু ভর্তি নয়, সেখানে পড়তে যাওয়া শিশুরা যেন ঝরে না পড়ে সেজন্যে গুরুত্ব দিতে হবে। বেকারত্ব দূর করতে হবে। এর কোনো বিকল্প নেই।
স্বাধীন বাংলাদেশে শিক্ষা ও সংস্কৃতির অবক্ষয়ের জন্য দেশের জাতীয় নেতৃত্বকে দায়ী করে এই প্রগতিশীল লেখক বলেন, আমাদের জাতীয় নেতৃত্ব পুঁজিবাদে বিশ্বাসী। এ কারণে এ দেশে সামাজিক বিপ্লব হয়নি। দেশের শিক্ষাব্যবস্থা তিন ধারায় চলে গেছে। সমাজে যে শ্রেণী বিভাজন রয়েছে, তার পরিচয় বহন করে এই শিক্ষাব্যবস্থা। আসলে এভাবেই দেশের মানুষকে বিভক্ত করা হয়েছে।
চিন্তাশীল গুণীজন সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, জাতীয় নেতৃত্ব পুঁজিবাদী সমাজে বিশ্বাসী হওয়ার কারণে তারা প্রাথমিক শিক্ষার দিকে নজর দিচ্ছে না। বরং তারা মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করছে। দেশে প্রতি দুজন সাধারণ শিক্ষার্থীর বিপরীতে একজন মাদ্রাসার শিক্ষার্থী উল্লেখ করে তিনি বলেন, যারা মাদ্রাসা শিক্ষায় যাচ্ছেন, তারা সেখানে গিয়ে হতাশ হচ্ছেন। আর সেই হতাশা থেকেই তারা জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে জড়িত হচ্ছেন।

No comments:
Post a Comment