Thursday, March 20, 2014

যোগ্যতার নাম ‘ছাত্রলীগ’

যোগ্যতার নাম ‘ছাত্রলীগ’
১৩ মার্চ অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হলেন, ১৭ মার্চ সেই রসায়ন বিভাগেরই আরেক শিক্ষক ছাত্রলীগের ‘প্রত্যেক নেতা-কর্মীর’ জন্য চাকরি চেয়ে বসলেন! আমাদের খুব জানতে ইচ্ছা করে, তাঁর বিভাগের একজন শিক্ষকই যে দিন চারেক আগে ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হলেন, সেটা কি তিনি জানতেন? আর না জানলেও কি একজন শিক্ষক এমন দাবি করতে পারেন? 
প্রথম আলোয় ‘ছাত্রলীগ করাই চাকরির বড় যোগ্যতা’—এই খবরটি পড়ে, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, এমন এক শিক্ষক তাঁর ফেসবুকে লিখেছেন: ‘এই খবরটি পড়ার পর প্রথমেই আমার মনে প্রশ্ন জাগল, আমি কি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই বিশ্ববিদ্যালয়েই কি আমি দুই দফায় পাঁচ বছর শিক্ষকতা করেছিলাম?’
এই দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক আবদুল আজিজ। তিনি সরকার-সমর্থক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নীল দলের আহ্বায়ক। তিনি মনে করেন, ছাত্রলীগ করাই চাকরির বড় যোগ্যতা।

No comments:

Post a Comment