Wednesday, March 19, 2014

দেদার মদ বিক্রিতেও হতাশ আবগারি

দেদার মদ বিক্রিতেও হতাশ আবগারি

wine
কৌশিক প্রধান

রঙের উত্‍‌সবে রাজ্যে মদের রেকর্ড বিক্রি! তা সত্ত্বেও আবগারি বাবদ রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হল না রাজ্য সরকারের! পুজোর চার দিনে মদ বিক্রি বাবদ রাজ্যের আবগারি রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা৷ তার তুলনায় দোলের আগের দিন শনিবার শুধু গোটা রাজ্যে মদ বিক্রি বাবদ সরকারি কোষাগারে আবগারি রাজস্ব জমা পড়েছে ২৫ কোটি টাকার মতো৷ একদিনে এত টাকা আবগারি রাজস্ব আদায় নিঃসন্দেহে রেকর্ড৷ কিন্ত্ত, তবু মুখ ভার আবগারি দন্তরের কর্তাদের৷ কারণ, দোলের আগের দিনেও রেকর্ড আদায় হলেও গোটা বছরের লক্ষ্যমাত্রা ঢের দূরে! চলতি অর্থ বছরে রাজ্যের আবগারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩২০২ কোটি টাকা৷ অর্থ বছর শেষ হতে আর দু'সপ্তাহও বাকি নেই৷ অথচ, পরিস্থিতি যা তাতে আদায় বড়জোর হবে তিন হাজার কোটি টাকা৷

দপ্তরের এক কর্তার কথায়, 'দোলের মাসে এমনিতেই আবগারি রাজস্ব আদায় বেশি হয়৷ গত বছর দোলের মাসে আদায় হয়েছিল ২৬৮ কোটি টাকা৷ এবার দোলের আগের দিন প্রায় ২৫ কোটি টাকা আবগারি রাজস্ব আদায় হলেও চলতি মাসে ৩২০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হবে নাম বলেই মনে হচ্ছে৷ সে ক্ষেত্রে আমাদের গোটা বছরের লক্ষ্যমাত্রা পূরণ হবে না৷' গত অর্থ বছরেও লক্ষ্যমাত্রার তুলনায় আবগারি রাজস্ব আদায় হয়েছিল ১২০ কোটি টাকা কম৷ এবার সেই অঙ্ক লক্ষ্যমাত্রার থেকে ২০০ কোটি টাকা কমে যাওয়ার কারণ কী ? আবগারি দপ্তরের কর্তাদের বক্তব্য, গত দু'বছরে রাজস্বের হার দেড় গুণেরও বেশি বাড়ায় এ রাজ্যে মদের দাম অন্য অনেক রাজ্যের থেকে বেশি৷ ফলে, চলতি অর্থ বছরের কোনও মাসেই লক্ষ্যমাত্রায় পৌঁছয়নি আবগারি রাজস্ব আদায়৷ এই অবস্থা চলতে থাকলে আগামী অর্থ বছরের ৩৮০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছোঁয়া অসম্ভব বলেই মনে করছেন দপ্তরের কর্তাব্যক্তিরা৷ লক্ষ্যমাত্রায় পৌঁছনো কী ভাবে সম্ভব? দপ্তরের এক আধিকারিক বলেন, 'এখনই রাজস্বের হার না কমালে আদায় বাড়বে না৷ কয়েক বছর আগে রাজস্বের হার কমিয়ে দেওয়ায় রাজ্যে মোট আবগারি রাজস্ব আদায় বেড়েছিল৷ সেই মডেল ফের চালুর ব্যাপারে ভাবা জরুরি৷
http://eisamay.indiatimes.com/city/kolkata/abundant-sale-of-liquor-cant-bring-smile/articleshow/32236619.cms

No comments:

Post a Comment