Wednesday, March 26, 2014

ঘরপালানো মেয়ের অধিকার নেই পৈতৃক সম্পত্তিতে

ঘরপালানো মেয়ের অধিকার নেই পৈতৃক সম্পত্তিতে

এই সময় ডিজিটাল ডেস্ক - বাড়ির অমতে পালিয়ে বিয়ে করলে হারাতে হবে পৈতৃক সম্পত্তির অধিকার। একটি নির্দিষ্ট মামলার রায়ে এমনই নির্দেশ দিল দিল্লির অতিরিক্ত জেলা আদালত। নাবালক বয়সে মেয়েটিকে দেওয়া অর্থও ফেরত নিতে পারেন তাঁর বাবা। যে মেয়ে পারিবারিক ও সামাজিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে অন্য কারোর সঙ্গে বাড়ি থেকে পালিয়েছে, তাকে নিজের কষ্টার্জিত অর্থ দিতে তাঁর বাবা অস্বীকার করতেই পারেন বলে রায় দিয়েছেন বিচারক বিনোদ যাদব। তবে এই নির্দেশকে হাতিয়ার করে ছেলে-মেয়েদের বিয়ের ক্ষেত্রে নিজেদের পছন্দ অনেক বাবা-মা জোর করে চাপিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করছেন সমাজবিজ্ঞানীরা।

এক বাবা ও মেয়ের মধ্যের আর্থিক গোলমাল আদালতে পৌঁছলে সব শুনে সম্প্রতি এই রায় দিয়েছে অতিরিক্ত জেলা আদালত। মেয়েটির নাবালক বয়সে তাঁর নামে ব্যাঙ্কে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলেন তাঁর বাবা। নির্দিষ্ট সময় অন্তর এতদিন পর্যন্ত সেখানে টামা জমা করে এসেছেন তিনি। কিন্তু বয়স ১৮ পেরোতেই বাড়ির অমতে অন্য একজনের সঙ্গে পালিয়ে যায় মেয়েটি। সাবালিকা মেয়ের এই সিদ্ধান্তে আইনত বাধা দিতে না পারলেও, ব্যাঙ্কে তাঁর নামে রাখা টাকা ফেরত নিতে চান ওই ব্যক্তি। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, স্টুডেন্ট অ্যাকাউন্টে যার নামে টাকা রাখা হয়েছে, সাবালকত্ব অর্জন করলে একমাত্র তিনিই সেই টাকা তুলতে পারবেন। মেয়েটি যাতে টাকা তুলতে না পারে, তা নিশ্চিত করতে ব্যাঙ্কের এই নিয়মের বিরুদ্ধে আদালতে যান ওই ব্যক্তি। দু-পক্ষের বয়ান শুনে বাবার পক্ষেই রায় দিয়েছে আদালত।

No comments:

Post a Comment