Thursday, March 20, 2014

মাঝ আকাশে নাচ-গান, সাসপেন্ড স্পাইস জেটের ২ চালক

মাঝ আকাশে নাচ-গান, সাসপেন্ড স্পাইস জেটের ২ চালক

spice-jet
এই সময় ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে বিমানেই হোলি পালন করে নিজেদের জন্য বিপত্তি ডেকে আনলেন স্পাইস জেটের দুই চালক। ডায়রেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশান (ডিজিসিএ)-এর নির্দেশে দুই চালককেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। গোয়া থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ওই বিমানটি।

সোশ্যাল মিডিয়ায়ে প্রকাশিত আড়াই মিনিটের এই ভিডিওয়ে দেখা গিয়েছে, গত সোমবার হোলির দিন স্পাইস জেটের ক্রু মেম্বার নাচ-গানে মত্ত। সঙ্গ দিয়েছিলেন যাত্রীরাও। জানা গিয়েছে, ককপিট ছেড়ে 'অনুষ্ঠান' ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিলেন বিমানচালকরাও।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই স্পাইস জেটকে শো কজ করেছে ডিজিসিএ। সেই নোটিসে এ-ও জিগ্যেস করা হয়েছে যে, তাদের লাইসেন্স কি বাতিল করে দেওয়া যেতে পারে?

এ প্রসঙ্গে মুখ খুলেছে স্পাইস জেট। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এ ঘটনায় ক্রুর কোনও দোষ নেই। পারফরমেন্সের অনুমতি দেওয়া হয়েছিল। সে সময় বিমানে ৬ জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। সাধারণত ৪ জন ক্রু মেম্বার থাকেন বিমানে। সে দিন অতিরিক্ত ২ জন ক্রু মেম্বারই পারফর্ম করে।

No comments:

Post a Comment