‘সোনার বাংলা’ ধ্বনি যুক্তরাষ্ট্রেও
যুক্তরাষ্ট্র প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-03-26 20:04:00.0 BdST Updated: 2014-03-26 22:24:19.0 BdST
বাংলাদেশে যখন লাখো মানুষ জাতীয় সংগীত গাইতে সমবেত রাজধানীর প্যারেড ময়দানে, তখন নিউ ইয়র্কে সময় রাত, তুষারও ঝরছিল; তার মধ্যেই আটলান্টিকের ওপারে থেকে প্রাণের সঙ্গীতে কণ্ঠ মিলিয়েছেন প্রবাসীরা।
নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রকৃতির বৈরী আচরণ উপেক্ষা করেই রাতে জড়ো হন কয়েকশ’ বাংলাদেশি।
ঢাকায় প্যারেড ময়দানে জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সঙ্গে কণ্ঠ মেলান প্রবাসীরা।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের প্রধান নূরনবী, যুক্তরাষ্ট্র সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রধান মিথুন আহমেদ, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশের সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর রিকগনিশন অব জেনোসাইড ৭১ এর প্রধান প্রদীপ করও উপস্থিত ছিলেন।
তার আগে আলোর মিছিল বের হয়, যাতে একাত্তরের ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি তোলা হয়।
মিছিলের পর সমাবেশে এ কে এ মোমেন বলেন, “একাত্তরের ২৫ মার্চ রাতে ঢাকায় পাক হানাদার বাহিনীর নৃশংসতার ইতিহাস জাতিসংঘের কোনো রেকর্ডে নেই। এজন্য বাংলাদেশ জাতীয় সংসদে একটি রেজ্যুলেশন গৃহিত হতে হবে।
“সেই রেজ্যুলেশনের ভিত্তিতে আমি সদস্য রাষ্ট্রগুলোর কাছে অনুরোধ জানাতে পারব যাতে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনে প্রস্তাব পাস হয়।”
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গাওয়ায় ওয়াশিংটনে প্রবাসীদের নিয়ে অংশ নেন রাষ্ট্রদূত আকরামুল কাদের।
এছাড়া বস্টন, ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস, মিশিগান, টেক্সাসের হিউস্টন, লুইজিয়ানা, নিউঅর্লিয়ন্স, পেনসিলভেনিয়া, আটলান্টা, ফ্লোরিডা, কানেটিকাট, নিউ জার্সিতেও একই সময়ে প্রবাসীরা কণ্ঠ মেলান জাতীয় সংগীতে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরেও প্রবাসী বাংলাদেশিরা জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। এই আয়োজন মুক্তিযোদ্ধা কাজী সেলিম ও শাহাদাত খান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
গিনেজ বুকে সবচেয়ে বেশি মানুষের এক সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার রেকর্ডে নাম লেখাতে এবার স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ সরকার।
No comments:
Post a Comment