Thursday, March 20, 2014

কার্ড ‘ক্লোনে’ মুম্বই থেকে ধৃত ৩

কার্ড ‘ক্লোনে’ মুম্বই থেকে ধৃত ৩

arrest
এই সময়: মুম্বই বেড়াতে গিয়ে শপিং মলে জিনিস কিনে ডেবিট কার্ডে দাম মেটানো হয়েছিল৷ সেটাই কাল হয়ে দাঁড়াল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মী, কলকাতার কসবার বাসিন্দা সৌমেন্দ্র চক্রবর্তীর৷ কলকাতায় ফিরে তিনি দেখলেন, তাঁর কার্ড 'ক্লোন' করে তিন দফায় তুলে নেওয়া হয়েছে ২৫ হাজার টাকা৷ শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হলে মুম্বই থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে৷ যাদের মধ্যে একজন নাইজেরিয়ান নাগরিক৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ মার্চ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সৌমেন্দ্রবাবু৷ অভিযোগে বলা হয়, গত ৫ ডিসেম্বর রাত বারোটার সময় তিনি তিনটি এসএমএস পান, যা থেকে বুঝতে পারেন, তাঁর অগোচরে তুলে নেওয়া হয়েছে টাকা৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মুম্বইয়ের ভাসির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ওই টাকা তোলা হয়েছে৷ শপিং মলে কার্ডটি ব্যবহারের সময়ই তা 'ক্লোন' করা হয়েছিল৷ পুলিশ এটিএমের সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের খোঁজও পায়৷ মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশ জানতে পারে, একজন নাইজেরিয়ান-সহ আরও দু'জন এই চক্রে জড়িত৷ তারা অন্য একটি প্রতারণার ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে৷ কলকাতা পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে৷

বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকরা জানাচ্ছেন, এ ধরনের ঘটনা নতুন নয়৷ সম্প্রতি কলকাতার বেশ কিছু এটিএম-এও একই ঘটনা ঘটেছে৷ গ্রেপ্তারও করা হয়েছে কয়েক জনকে৷ যে ভাবে প্রতারকরা কার্ড ব্যবহারকারীদের টার্গেট করছে, তা নিয়ে পুলিশের মতো চিন্তিত ব্যাঙ্কগুলিও৷

No comments:

Post a Comment