অ্যাকাডেমিতে আগুন ! আন্তর্জাতিক চক্রান্ত ?
অ্যাকাডেমিতে আগুন ! পর্দায় লাগে প্রথমে ।তারপর উইংস ।সুমন মুখোপাধ্যায় এর নাটক চলছিল সুমন মুখোপাধ্যায় এর ।সঙ্গে ছিলেন কৌশিক সেন । বেশ চাঞ্চল্য ছড়িয়েছে । সঙ্গে উত্তেজনা ।সবাই জানতে চান কি হলো? কেন হলো ? কি ভাবে হলো ? পুলিশ প্রশাসন আসার কথা এসেছেন ।তদন্ত হবার কথা হবে , এমনটাই আশাকরা যাচ্ছিল ।হবে কি ? কি ভাবে আগুন লাগলো সেটা এখন কি ভাবে জানা যাবে ? ফরেন্সিক বিশেষজ্ঞ আসার আগেই একদল কর্মী পুলিশ প্রশাসনের সামনে ধুয়ে মুছে সাফ করে দিল , মঞ্চ ও সংলগ্ন অঞ্চল ।বিশেষজ্ঞ নই বলতে পারব না এর পরেও কোনও ভাবে ফরেন্সিক এক্সপার্ট রা কোনও ক্লু খুঁজে পাবেন কি না । সাংবাদিক মন সন্দেহ প্রবন ।নাকটি আরো খারাপ ।সর্বদা খারাপ খোঁজে !
সন্দেহ করছেন অনেকে সরকারের ঐতিহাসিক সাফল্যে উত্সাহিত হয়ে কেউ কেউ জতুগৃহের পরিকল্পনা করেছিল ! গুরুদেবের প্রয়ান দিবসে মা মাটি মানুষের জ্যান্ত দেবীর কলম থেকে ঝরে পরতেই পারতো
" দ্বিতীয় গৃহদাহ "তবে এখন প্রমান ধুয়ে মুছে সাফ ।
জানার সুযোগ রইলো না চীন , উত্তর কোরিয়া , ভেনেজুয়েলা , হাঙ্গেরি এতে লিপ্ত কি না । কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো যেত ।জানার উপায় থাকলে ভালো লাগবে । এমনও তো হতে পারে যাঁরা এই প্রমান ধুয়ে মুছে সাফ করলেন তাঁরা বামেদের লোক ! একদা দলনেত্রী এখন মুখ্যমন্ত্রী ওঁর কর্মকান্ডে সর্বদা বামেদের লোক ঢুকিয়ে দেবার কথা বলতেন ! রক্তবীজের ঝাড় ,জার্মানির মাছি গোঁফ ও সাবার করতে পারেনি ।সিবিআই তদন্ত হয়ে যাক । পারলে ইন্টারপোল । একসময় প্রাক্তন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শ্রবণ যন্ত্র লাগিয়েছিল যেন কাঁরা ! তারপর সুমন মুকুজ্জের নাটকের নাম যাঁরা আগুন লাগায় ।আপনি কি বলেন ?
সন্দেহ করছেন অনেকে সরকারের ঐতিহাসিক সাফল্যে উত্সাহিত হয়ে কেউ কেউ জতুগৃহের পরিকল্পনা করেছিল ! গুরুদেবের প্রয়ান দিবসে মা মাটি মানুষের জ্যান্ত দেবীর কলম থেকে ঝরে পরতেই পারতো
" দ্বিতীয় গৃহদাহ "তবে এখন প্রমান ধুয়ে মুছে সাফ ।
জানার সুযোগ রইলো না চীন , উত্তর কোরিয়া , ভেনেজুয়েলা , হাঙ্গেরি এতে লিপ্ত কি না । কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো যেত ।জানার উপায় থাকলে ভালো লাগবে । এমনও তো হতে পারে যাঁরা এই প্রমান ধুয়ে মুছে সাফ করলেন তাঁরা বামেদের লোক ! একদা দলনেত্রী এখন মুখ্যমন্ত্রী ওঁর কর্মকান্ডে সর্বদা বামেদের লোক ঢুকিয়ে দেবার কথা বলতেন ! রক্তবীজের ঝাড় ,জার্মানির মাছি গোঁফ ও সাবার করতে পারেনি ।সিবিআই তদন্ত হয়ে যাক । পারলে ইন্টারপোল । একসময় প্রাক্তন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শ্রবণ যন্ত্র লাগিয়েছিল যেন কাঁরা ! তারপর সুমন মুকুজ্জের নাটকের নাম যাঁরা আগুন লাগায় ।আপনি কি বলেন ?

No comments:
Post a Comment