Friday, August 15, 2014

সন্ত্রাস মোকাবিলায় জাতিসংঘকে ১০ কোটি ডলার প্রদান সৌদির

সন্ত্রাস মোকাবিলায় জাতিসংঘকে ১০ কোটি ডলার প্রদান সৌদির

আল জাজিরা
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে জাতিসংঘের হাতকে আরো শক্তিশালী করতে ১০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে সৌদি আরব। সংস্থাটির সন্ত্রাসবিরোধী সংগঠনকে এ সহায়তা প্রদান করা হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে এ চেক প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদিল আল-জুবায়ের বৃহস্পতিবার ১০ কোটি ডলারের চেকটি বান কি-মুনের কাছে হস্তান্তর করেন। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে চেক প্রদান অনুষ্ঠানে বান কি মুন বলেন, সামপ্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইরাক। সেখানে আইএস সদস্যরা অনেক শহর দখল করে নিয়েছে। ইয়াজিদি সমপ্রদায়ের লোকজন প্রাণভয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। তারা এখন মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়া আইএস সিরিয়ায়ও তাদের তত্পরতা অব্যাহত রেখেছে। এভাবে চলতে থাকলে বিশ্বের জন্য মারাত্মক পরিস্থিতি অপেক্ষা করছে। সৌদি রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস নামক অপশক্তি আমাদের সকলকে ধ্বংস করছে। এ অবস্থা কোনক্রমেই চলতে দেয়া যায় না। তিনি বলেন,সন্ত্রাসের কোন ধর্ম নেই, জাত নেই, মানবতা নেই। তারা শুধু সব শেষ করতেই জানে। সৌদি রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর সব দেশ ও সব মানুষ যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে লড়াই করে, কেবল তাহলেই এই হুমকি মোকাবেলা করা সম্ভব।

No comments:

Post a Comment