সন্ত্রাস মোকাবিলায় জাতিসংঘকে ১০ কোটি ডলার প্রদান সৌদির
আল জাজিরা
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে জাতিসংঘের হাতকে আরো শক্তিশালী করতে ১০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে সৌদি আরব। সংস্থাটির সন্ত্রাসবিরোধী সংগঠনকে এ সহায়তা প্রদান করা হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে এ চেক প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদিল আল-জুবায়ের বৃহস্পতিবার ১০ কোটি ডলারের চেকটি বান কি-মুনের কাছে হস্তান্তর করেন। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে চেক প্রদান অনুষ্ঠানে বান কি মুন বলেন, সামপ্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইরাক। সেখানে আইএস সদস্যরা অনেক শহর দখল করে নিয়েছে। ইয়াজিদি সমপ্রদায়ের লোকজন প্রাণভয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। তারা এখন মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়া আইএস সিরিয়ায়ও তাদের তত্পরতা অব্যাহত রেখেছে। এভাবে চলতে থাকলে বিশ্বের জন্য মারাত্মক পরিস্থিতি অপেক্ষা করছে। সৌদি রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস নামক অপশক্তি আমাদের সকলকে ধ্বংস করছে। এ অবস্থা কোনক্রমেই চলতে দেয়া যায় না। তিনি বলেন,সন্ত্রাসের কোন ধর্ম নেই, জাত নেই, মানবতা নেই। তারা শুধু সব শেষ করতেই জানে। সৌদি রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর সব দেশ ও সব মানুষ যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে লড়াই করে, কেবল তাহলেই এই হুমকি মোকাবেলা করা সম্ভব।
No comments:
Post a Comment