টুইটারে জ্যাকসনের ভিডিও প্রকাশ
জেনিফার ডি প্যারিস, আইএএনএস/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-15 14:10:37.0 BdST Updated: 2014-08-15 14:10:37.0 BdST
প্রথমবারের মত একটি মিউজিক ভিডিও প্রকাশিত হলো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। পপ কিংবদন্তী মাইকেল জ্যাকসনের এই গানটি তার সম্প্রতি প্রকাশিত অ্যালবাম ‘এক্স-কেপ’-এর।
‘আ প্লেস উইথ নো নেম’ নামের এই ভিডিওটি বৃহস্পতিবার জ্যাকসনের টুইটার একাউন্ট থেকে প্রকাশ করা হয়। এই মাইক্রোব্লগিং সাইটে কিং অফ পপের অনুসারীর সংখ্যা ১৫ লাখ।
এ বিষয়ে টুইটারের এক মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্রের টুইটার ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় সঙ্গীত নিয়ে। এখানকার ব্যবহারকারীদের মধ্যে অন্তত ৫০ শতাংশ লোক কোনো না কোনো সঙ্গীতশিল্পীকে অনুসরণ করেন টুইটারে।”
নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারেও ভিডিওটি প্রদর্শিত হয়।
‘আ প্লেস উইথ নো নেম’ গানটি মার্কিন ফোক রক ব্যান্ড আমেরিকার গান ‘আ হর্স উইথ নো নেম’-এর রিমেইক। গানটি ১৯৭২ সালে বিলবোর্ড হট হান্ড্রেড তালিকায় ১ নম্বর স্থানটি দখল করে নেয়। সে সময় জ্যাকসনের বয়স ছিল মাত্র ১৪ এবং তিনি তার প্রথম সোলো অ্যালবামটি প্রকাশ করেন।
১৯৯৮ সালে গানটির গীতি ও সংগীতায়োজনে পরিবর্তন এনে নতুন গানটি তৈরি করেন জ্যাকসন।
‘আ প্লেস উইথ নো নেম’ গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন স্যামুয়েল বেয়ার, যিনি নিরভানার ‘স্মেলস লাইক টিন স্পিরিট’ এবং জাস্টিন টিম্বারলেকের ‘হোয়াট গোস অ্যারাউন্ড...কামস অ্যারাউন্ড’-এর মত গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।
No comments:
Post a Comment