Friday, August 8, 2014

একদিন নয়, পর পর তিন দিনের ধর্মঘট পালন করতে চলেছেন বাস মালিকরা। বাসভাড়া বাড়ানোর উপর সরকারি অনীহার প্রতিবাদেই সিদ্ধান্ত। নিত্যযাত্রীদের নাকাল হওয়ার ভবিতব্য খণ্ডায় কে!

একদিন নয়, পর পর তিন দিনের ধর্মঘট পালন করতে চলেছেন বাস মালিকরা।
বাসভাড়া বাড়ানোর উপর সরকারি অনীহার প্রতিবাদেই সিদ্ধান্ত।
নিত্যযাত্রীদের নাকাল হওয়ার ভবিতব্য খণ্ডায় কে!

No comments:

Post a Comment