রবিনের মৃত্যুতে গরিলার চোখে জল
শরীফুল হক আনন্দ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-14 16:52:48.0 BdST Updated: 2014-08-14 16:52:48.0 BdST
বন্ধুত্ব যে শুধু দুজন মানুষের মধ্যেই হয়ে থাকে এমনটা নয়। রবিন উইলিয়ামসের আকস্মিক মৃত্যু সেটাই প্রমাণ করল। বন্ধুর মৃত্যুর খবরে অশ্রুসজল হয়ে ওঠে গরিলা কোকোর চোখ।
RELATED STORIES
-
2014-08-13 16:07:57.0
-
2014-08-14 13:23:21.0
-
2014-08-12 16:58:52.0
‘কোকো’ নামের এই গরিলাটির সাথে উইলিয়ামস দেখা করতে গিয়েছিলেন। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোকো ইশারাভাষায় ভাবের আদান-প্রদান করতে সক্ষম। আর সেভাবেই উইলিয়ামসের সঙ্গেও ভাব বিনিময় করেছিল বিশেষ এই গরিলাটি। একটি সাক্ষাতেই বন্ধুত্ব গড়ে ওঠে উইলিয়ামস আর কোকোর।
আর তাই উইলিয়ামসের মৃত্যু সংবাদ স্বাভাবিকভাবে নিতে পারেনি কোকো। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর বলছে, উইলিয়ামসের মৃত্যুর খবর শোনার পর বিষাদগ্রস্ত হয়ে পড়ে। এরপর তার চোখ ভিজে উঠতে দেখা যায়। প্রায় দুই হাজার শব্দ বুঝতে পারা এই গরিলা, ইশারাভাষায় ‘কান্না’ শব্দটি বুঝিয়ে দেয়।
কোকোর সঙ্গে উইলিয়ামসের প্রথম পরিচয় হয় ২০০১ সালে। গরিলা ফাউন্ডেশনের একটি তথ্যচিত্রে ২০০৪ সালে একসঙ্গে কাজও করেছেন এই দুইজন।
ফাউন্ডেশনটির প্রেসিডেন্ট এবং কোকোর পালক মা ড. পেনি প্যাটারসন তাদের বন্ধুত্বের ব্যাপারে জানান, “কোকো খুব অল্প সময়েই রবিনের সঙ্গে মানিয়ে নিয়েছিল। আমাদের মত কোকোও যে কোন ব্যক্তির অনুভূতিগুলো উপলব্ধি করতে পারে। সে জন্যই সে রবিনের উদার মনোবৃত্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে”।
“কোকোকে রবিন হাসিয়েছিল। তার আগে প্রায় ৬ মাস কোকোকে আমরা হাসতে দেখিনি। কারণ ওর ছোটবেলার সাথী মাইকেল মারা গিয়েছিল।”
সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাসায় উইলিয়ামসের মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে নিজের কোমরের বেল্ট গলায় পেঁচিয়েই আত্মহত্যা করেছেন এই তারকা।
No comments:
Post a Comment