ঢাকাই সিনেমায় অঞ্জন দত্ত
জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-01 17:27:22.0 BdST Updated: 2014-08-01 18:26:17.0 BdST
প্রথমবারের মত বাংলাদেশি সিনেমায় কাজ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত। সাংবাদিক তুষার আবদুল্লাহর লেখা গল্প ও চিত্রনাট্যে ‘মন বাকসো’ সিনেমাটি পরিচালনা করবেন তিনি, সেই সঙ্গে অভিনয় করবেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে।
বৃহস্পতিবার সকালে ঢাকা ক্লাবে সম্মতিপত্রে স্বাক্ষর করেন অঞ্জন দত্ত ও প্রযোজনা প্রতিষ্ঠান মাধ্যম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন।
বাবা-মেয়ের সম্পর্কের গল্প 'মন বাকসো'। ব্যস্ত বাবাকে কাছে পায় না মেয়ে। এক পর্যায়ে নিজেই ব্যস্ত হয়ে পড়া মেয়েটি কোনো স্থায়ী সম্পর্কে জড়াতে পারে না। ধীরে ধীরে বাবা-মেয়ের দূরত্ব বাড়তে থাকে। একদিন নিরুদ্দেশ হয়ে যায় বাবা।
এই গল্প নিয়ে বেশ কয়েক জন বাংলাদেশি পরিচালকদের কাছে গিয়েছিলেন তুষার আবদুল্লাহ। কিন্তু গল্পটি বাণিজ্যিক ধাঁচের নয় বলে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে । তখন তুষার গল্পটি অঞ্জন দত্তকে মেইল করেন। চিত্রনাট্যটি তার পছন্দ হয়।
আরও জানালেন, অগাস্টের শেষ সপ্তাহে অঞ্জন দত্ত ফের ঢাকায় আসবেন। সিনেমাতে মেয়ের চরিত্র কে করবেন, তা অগাস্টেই চূড়ান্ত হবে।
ঢাকাই সিনেমার নিয়মিত অভিনেত্রীরা কেউ থাকছেন না, এ বিষয়টি নিশ্চিত করেছেন তুষার আবদুল্লাহ।
“সিনেমার মেয়ের চরিত্রের জন্য নিয়মিত অভিনেত্রীদের কাউকে মনে ধরছে না। টিভি নাটকের কাউকে নিয়ে আসলেও সবাই ভাববে, নাটক দেখছি। নতুন কারও কথাই ভাবছি এখন।”
তিনি এর আগে ‘রঙ বদলে যায়’, ‘কবিতার খুনসুটি’, ‘প্রক্সি’, ‘মায়ের জন্য’ সহ টেলিভিশনের জন্য বেশ কয়েকটি নাটকের চিত্রনাট্য লিখেছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় পেশায় থাকা তুষার আবদুল্লাহ বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়-এ বার্তা প্রধানের দায়িত্ব পালন করছেন।
১৯৯৮ সালে ‘বড়দিন’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন গায়ক অঞ্জন দত্ত। এরপর আরও ১২টি সিনেমা তিনি পরিচালনা করেছেন। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কলকাতা’ ,‘দ্য বং কানেকশন’, ‘ম্যাডলি বাঙালি’, ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘আবার ব্যোমকেশ’। চলতি বছর মুক্তি পেয়েছে তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘শেষ বলে কিছু নেই’।
No comments:
Post a Comment