মনমোহনের ছিল রাজমাতা , নরেন্দ্রর কি ? গোমাতা সেবক সংঘ মাতা ?
মনমোহন সিংহ কম কথার মানুষ । তাঁর প্রধানমন্ত্রীত্বের শেষ দিকে চরম বিশৃঙ্খলা ।দুর্নীতি , তার মধ্যে প্রধানতম।স্পেকট্রাম কেলেংকারী , কয়লা , কমনওয়েলথসঙ্গে সুরেশ কলমাডি । কোনও প্রতিবাদ নেই বিরোধী আক্রমনের ।কোনও জৌলুস পূর্ণ ক্যাটক্যাটে ওপর চালাকিও ছিল না । বিরোধীদের প্রশ্নের যা উত্তর দিতেন সেটা সংসদে ! ভাড়া করা গোস্ট রাইটার রাখেন নি । যাঁরা পরিবেশ পরিস্থিতি বুঝে লিখে দেবেন মনোহারী শব্দ ।একবার আডবাণী কে প্রধানমন্ত্রীত্ব নিয়ে গেঁথে দিয়েছিলেন ।সেটাই শেষ ।তত্কালীন প্রধানমন্ত্রিত্বের হকদার গলা ছেড়ে বললেন মৌনী মোহন ! আরো যা যা বলেন সেটা দেশবাসীর কর্ণগোচর হয়েছে ।মনমোহন চুপ ছিলেন ।ভয়লার রবি , এ কে অ্যান্টনির মত প্রবীন নেতারা দুঃখ করে বলেছেন যদি নিয়মিত মুখ খুলতেন দেশের প্রধানমন্ত্রী তাহলে সরকারের সাফল্য নিয়ে বেশ প্রচার পাওয়া যেত । সেটা হয় নি ।
আজকের প্রধানমন্ত্রী টুইটার , ফেসবুক সহ সামাজিক সোশ্যাল মিডিয়ার জগতে স্বচ্ছন্দ্য ! সেটা ভুল নয় ।যুগের পরিনতি ।কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ বিষয়ে চুপ । স্কুল ক্যাপ পরতে চান নি সেটা তাঁর বিষয় ।তবে দাঁড়ি আর স্কুল ক্যাপ পরে বাড়ি ফিরতে গিয়ে খুন হলেন এক মহারাষ্ট্রের বাসিন্দা ।মহসিন শেখ ।বিদ্বেষ বসত খুন । প্রধানমন্ত্রী চুপ ।টুইটার কথা বলেনি । নিতিন গডকরির বাড়িতে কেউ বা কাঁরা যন্ত্র বসিয়ে এসেছেন ! কোনও কথা নেই ! কোনও প্রতিক্রিয়া নেই ।অথচ একদা" দেশের স্বার্থে"তাঁর টুইটার সর্বদা সচল ।
একদা নিজের প্রতিপক্ষ পূর্বসুরী সম্পর্কে বলে বেড়াতেন তিনি "রাজপরিবারের রাজমাতার" কথায় চলেন । তিনি নরেন্দ্র মোদী বিপুল সাফল্য জনমত নিয়ে ক্ষমতায় এসেছেন ।তাহলে চুপ কেন ? কাঁর বা কাঁদের কোথায় চুপ ?
আকাশে রকেট উৎক্ষেপণের সাফল্য, গঙ্গার দূষণ মুক্তি , দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেল-লিপিতে সর্দার প্যাটেলের জীবনীর উন্মোচন– এসব বিষয়ে মুখ খুলেছেন ।তবে শিবসেনার সাংসদদের গুন্ডামি, দেশের গর্ব সানিয়াকে বি জে পি নেতার অপমান– নরেন্দ্র মোদি নিশ্চুপ৷
মনমোহনের ছিল রাজমাতা , নরেন্দ্রর কি ? গোমাতা সেবক সংঘ মাতা ?
আজকের প্রধানমন্ত্রী টুইটার , ফেসবুক সহ সামাজিক সোশ্যাল মিডিয়ার জগতে স্বচ্ছন্দ্য ! সেটা ভুল নয় ।যুগের পরিনতি ।কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ বিষয়ে চুপ । স্কুল ক্যাপ পরতে চান নি সেটা তাঁর বিষয় ।তবে দাঁড়ি আর স্কুল ক্যাপ পরে বাড়ি ফিরতে গিয়ে খুন হলেন এক মহারাষ্ট্রের বাসিন্দা ।মহসিন শেখ ।বিদ্বেষ বসত খুন । প্রধানমন্ত্রী চুপ ।টুইটার কথা বলেনি । নিতিন গডকরির বাড়িতে কেউ বা কাঁরা যন্ত্র বসিয়ে এসেছেন ! কোনও কথা নেই ! কোনও প্রতিক্রিয়া নেই ।অথচ একদা" দেশের স্বার্থে"তাঁর টুইটার সর্বদা সচল ।
একদা নিজের প্রতিপক্ষ পূর্বসুরী সম্পর্কে বলে বেড়াতেন তিনি "রাজপরিবারের রাজমাতার" কথায় চলেন । তিনি নরেন্দ্র মোদী বিপুল সাফল্য জনমত নিয়ে ক্ষমতায় এসেছেন ।তাহলে চুপ কেন ? কাঁর বা কাঁদের কোথায় চুপ ?
আকাশে রকেট উৎক্ষেপণের সাফল্য, গঙ্গার দূষণ মুক্তি , দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেল-লিপিতে সর্দার প্যাটেলের জীবনীর উন্মোচন– এসব বিষয়ে মুখ খুলেছেন ।তবে শিবসেনার সাংসদদের গুন্ডামি, দেশের গর্ব সানিয়াকে বি জে পি নেতার অপমান– নরেন্দ্র মোদি নিশ্চুপ৷
মনমোহনের ছিল রাজমাতা , নরেন্দ্রর কি ? গোমাতা সেবক সংঘ মাতা ?
No comments:
Post a Comment