Tuesday, March 25, 2014

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা৷ বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা৷রাজনীতির কবি !!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা৷ বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা৷রাজনীতির কবি !!
জন্মেছিলেন গোপালগঞ্জে ১৭ মার্চ, ১৯২০।এ দিনটি মনে করিয়ে দেয় যে, রাজনীতি মানে যতটা না রাজার নীতি তারও চেয়ে বেশি হচ্ছে মানুষের ও নিজের দেশের জন্য কিছু করার প্রেরণা!
আজও আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ দীর্ঘ দেহ, সফেদ পাজামা-পাঞ্জাবি, কালো মুজিব কোট, পেছনে আঁচড়ানো কাঁচা-পাকা চুল, কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পাইপ৷ শুধু সে পাইপ থেকে এড়িনমোরর’স তামাকের সুবাস আর বের হয় না৷


No comments:

Post a Comment