Saturday, March 22, 2014

ভেজালে ভরে গিয়েছে দল, তোপ যশবন্তের

ভেজালে ভরে গিয়েছে দল, তোপ যশবন্তের
Jaswant
এই সময় ডিজিটাল ডেস্ক - সমঝোতার পথে হাঁটা দূরস্ত। বরং বিজেপিতে আরও ঘনীভূত হল যশবন্ত সিং-এর বিদ্রোহ। রাজস্থানের বারমের আসনের দাবিতে এখনও অনড় এই প্রবীণ বিজেপি নেতা। আগামিকাল তিনি বিজেপি থেকে ইস্তফা দিতে পারেন বলে সূত্রের খবর। বারমের থেকে নির্দল প্রার্থী হয়ে লড়ার বিষয়েও এখনও স্থির রয়েছেন তিনি। পাশাপাশি নাম না করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও এদিন ক্ষোভ উগরে দিয়েছেন যশবন্ত। দলের নীতি-আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল না হয়েই বিজেপিতে অনেক নতুন মুখ ঢুকে পড়ছে বলে অভিযোগ করেছেন তিনি। বারমেরের টিকিটের বদলে অন্য কোনও প্রস্তাব তিনি মেনে নেবেন না বলে জানিয়েছেন।

নির্দল প্রার্থী হিসেবে বারমের থেকে যশবন্ত সিং-এর লড়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত হলেও তাঁর সমর্থকদের সঙ্গে কথা বলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। রবিবার বারমের যাচ্ছেন এই প্রবীণ বিজেপি নেতা। দল এখন বহুধা বিভক্ত বলে অভিযোগ করেছেন তিনি। যে কেউ এসে বিজেপি টিকিট পেয়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। রেল বা বিমানের টিকিট পাওয়ার থেকেও বিজেপির টিকিট পাওয়া এখন সহজ বলে অভিযোগ তাঁর। দলের নীতি-আদর্শ সম্পর্কে অজ্ঞ কয়েকজন বহিরাগতর হাতে এখন বিজেপির সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে গিয়েছে বলে অভিযোগ করেছেন যশবন্ত সিং।

অটলবিহারী বাজপেয়ীর জমানায় যশবন্ত ছিলেন প্রধানমন্ত্রীর সবথেকে বিশ্বস্ত অনুগামী, কিন্ত্ত নরেন্দ্র মোদীর আমলে তাঁকে প্রার্থীই করল না বিজেপি৷ দার্জিলিঙের প্রাক্তন সাংসদ এ বার মোদী ও রাজনাথকে সবিনয়ে জানিয়েছিলেন, এই শেষবার তিনি ভোটে লড়বেন৷ তাই তিনি তাঁর নিজের জন্মস্থান বারমের থেকে ভোটে লড়তে চান৷ কিন্ত্ত রাজস্থানে এখন বসুন্ধরা-রাজ চলছে৷ মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বসুন্ধরার সঙ্গে আদবানির শিবিরের নেতা যশবন্তের সম্পর্ক আদায়-কাঁচকলায়৷ তাই যশবন্তকে উপেক্ষা করে বারমেরে প্রার্থী করা হয়েছে কংগ্রেস থেকে সদ্য আগত সোনারাম চৌধুরীকে৷ সোনারাম চৌধুরী আগে বারমেরে কংগ্রেসের সাংসদ ছিলেন৷

No comments:

Post a Comment