Thursday, February 19, 2015

বিরূপ মন্তব্য ইইউর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সংশোধন করল মন্ত্রণালয়

বিরূপ মন্তব্য ইইউর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সংশোধন করল মন্ত্রণালয়

http://imagesrv1.amardeshonline.com/201502/news/uue_all_2.jpg

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি যৌথ সংশোধনী বিবৃতি দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের এক প্রতিনিধিদলের সাথে বুধবার সাক্ষাতের পর প্রতিমন্ত্রী মন্তব্য করেন: 'মানবাধিকার বিষয়ে বিন্দুমাত্র উদ্বেগ তারা জানাননি।'পরের দিন প্রতিনিধি দল এ মন্তব্যের বিরোধীতা করেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে বৃহস্পতিব
ার সকালে সাক্ষাতের পর প্রতিনিধি দলের প্রধান ক্রিশ্চিয়ান ড্যান প্রেদা বলেন তিনি সংবাদটি দেখেছেন, যেখানে শাহরিয়ার আলমকে উদ্ধৃত করে বলা হয়েছে, 'প্রতিনিধি দল মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।'প্রেদা বলেন, ‌'আমি শুধু এটা বলতে চাই যে, আমরা এখানে এসেছি কারণ আমরা মানবাধিকার পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন'।

এ বক্তব্যের পর মন্ত্রণালয় এ সংশোধনী বিবৃতিটি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়ে, ‌পররাষ্ট্র মন্ত্রণালয় ও সফররত ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা স্পষ্ট করে বলতে চায় ১৮ ফেব্রুয়ারি এক ঘন্টাব্যাপি বৈঠকে মানবাধিকার মূল বিষয়বস্তু ছিল।


http://www.banglatribune.com/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%81%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%87%E0%A6%87%E0%A6%89-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D

http://www.amardeshonline.com/pages/details/2015/02/20/271290#.VOahBCxc2OA
__._,_.___

No comments:

Post a Comment