''মুলনিবাসী সামিতির'' পরিচালনায় 'অসুর সম্রাট স্বরন সভা' ৩/১০/১৪, দঃ বারাসাত(দঃ ২৪ পরগনা)।
অসুর উৎসব (আত্ম মর্যাদার লড়াই )--উদ্যোগে মুলনিবাসী সমিতি ও অন্যান্য আম্বেদকরবাদী সংগঠন ।। বাংলার মুলনিবাসী এক হও, সামনে রাজনৈতিক স্বাধীনতার লড়াই আসছে।।



বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
''মুলনিবাসী সামিতির'' পরিচালনায় 'অসুর সম্রাট স্বরন সভা' ৩/১০/১৪, দঃ বারাসাত(দঃ ২৪ পরগনা)।
অসুর উৎসব (আত্ম মর্যাদার লড়াই )--উদ্যোগে মুলনিবাসী সমিতি ও অন্যান্য আম্বেদকরবাদী সংগঠন ।। বাংলার মুলনিবাসী এক হও, সামনে রাজনৈতিক স্বাধীনতার লড়াই আসছে।।



No comments:
Post a Comment