Wednesday, May 28, 2014

‘কবি নজরুল চিরকালীন- তিনি ছিলেন আছেন থাকবেন’ সংস্কৃতি সংবাদ


‘কবি নজরুল চিরকালীন- তিনি ছিলেন আছেন থাকবেন’
সংস্কৃতি সংবাদ
স্টাফ রিপোর্টার ॥ ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সমকালে ছিলেন একুশ শতকেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। কারণ নজরুল তো চিরকালীন কবি’ বুধবার সন্ধ্যায় নজরুল ইনস্টিটিউটের তিন দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন। তিনি আরও বলেন, আজও আমাদের সমাজে নারীপুরুষ বৈষম্য, সাম্প্রদায়িকতা অর্থনৈতিক অসমতা সর্বক্ষেত্রে বিরাজমান। আমার তো মনে হয় না যে এ সমস্যা কোনদিন দূর হবে। সুতরাং নজরুলের প্রাসঙ্গিকতা কোন দিন শেষ হবে না। প্রফেসর এমিরেটাস ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহিত উল আলম, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ ও সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন। শামসুজ্জামান খান বলেন, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম শব্দটা খুব গুরুত্বের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্যবহার করেন। তার মতো বহু বৈচিত্র্যসম্পন্ন লেখক সাহিত্যের ইতিহাসে বিরল। মোহিত উল আলম বলেন, নজরুলকে কেটে ছেটে চর্চা না করে তার সমগ্র চিন্তার মূল্যায়ন করলে তাঁর যথার্থ মূল্যায়ন করা হবে। আলোচনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় আবৃত্তি পরিবেশন করেন লায়লা আফরোজ ও ড. শাহাদাৎ হোসেন নিপু। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শাহিন সামাদ, খায়রুল আনাম শাকিল, বুলবুল মহলানবীশ, ফেরদৌস আর সেলিনা হোসেন প্রমুখ। সবশেষে জিনিয়া ফেরদৌসের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘জাগো সুন্দর।’
অগ্নিবীণা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের নজরুল
জন্মজয়ন্তী উদ্যাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা, কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীত পরিবেশন। অগ্নিবীণা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন ছড়াকার বিজন কান্তি বণিক, গীতিকার শহীদুল্লাহ্ ফরায়েজী, কবি মেরাজ রাহীম, কবি হুমায়ূন আহমেদ কবির ভূঁইয়া ও কবি ড. তপন বাগচী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ। সাংবাদিক দুর্জয় রায়ের ‘দুর্গা’ রাগে বংশীবাদনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মানস বিশ্বাস। এরপর কবিতা আবৃত্তি করেন কবি আফরোজা অদিতি।
আগামীকাল থেকে শুরু হচ্ছে নজরুল সম্মেলন
জাতীয় কবির ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নজরুল সম্মেলন। বাংলাদেশ নজরুলসঙ্গীত সংস্থা আয়োজিত এ সম্মেলনে দেশের প্রবীণ খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি নজরুলসঙ্গীত পরিবেশন করবেন প্রতিশ্রুতিশীল নবীন শিল্পীরা। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। এ উপলক্ষে রিপোর্টার্স ইউনিটে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শিল্পী খালিদ হোসেন, সহ-সভাপতি ইয়াকুব আলী খান, সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, জোসেফ কমল রড্রিক্স, কল্পনা আনাম ও মাহমুদুল হাসান। অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন শিল্পী খায়রুল আনাম শাকিল।
শিল্পকলায় ব্রতচারী সন্ধ্যা
সবার মধ্যে দেশপ্রেম, সততা, আত্মবিশ্বাস সৃষ্টির মহান ব্রত নিয়ে সৃষ্টি হয়েছিল ‘ব্রতচারী আন্দোলন।’ যার স্রষ্টা ছিলেন গুরুসদয় দত্ত। এই বঙ্গের তৎকালীন শ্রীহট্ট জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩১ সালে প্রতিষ্ঠিত এই ব্রতচারী আন্দোলন সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছিল। গুরুসদয় দত্তের সেই আদর্শের প্রমাণ মেলে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম ও এদেশের মহান মুক্তিযুদ্ধে। সততা ও আদর্শের ওপর ভিত্তি করে জাতি স্বাধীনতার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। বুধবার সন্ধ্যায় গুরুসদয় দত্তের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা, ব্রতচারী সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি ও ব্রতচারী বাংলাদেশ। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃতকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই ব্রতচারী সন্ধ্যায় সমবেত সকলেই ছিলেন মুগ্ধ। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলেই বিমোহিত করে।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে মুসা ইব্রাহীমের একক বক্তৃতা
ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংষ্কৃতিক কেন্দ্র আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে। বক্তৃতার বিষয় : লিডারশিপ লেসনস ইন দি ফেস অব চ্যালেঞ্জ এ্যান্ড এ্যাডভার্সিটি। একই সঙ্গে আগামী মাসে মুসা ইব্রাহীম ও ভারতীয় পর্বতারোহী সত্যরূপ সিদ্ধার্থের ‘প্রথম বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ অভিযান’ এর অংশ হিসেবে উত্তর আমেরিকার মাউন্ড জেনালি পর্বত অভিযানের বিষয়ে মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে।

http://www.dailyjanakantha.com/news_view.php?nc=27&dd=2014-05-29&ni=174350

No comments:

Post a Comment